বৃহস্পতিবার ● ১১ মে ২০২৩
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » যুবলীগ নেতা পুলককে মারপিটের ঘটনা : ঠাকুরগাঁও সদর থানার ওসি প্রত্যাহার
যুবলীগ নেতা পুলককে মারপিটের ঘটনা : ঠাকুরগাঁও সদর থানার ওসি প্রত্যাহার
দেশায়ন ডেস্ক : জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলককে মারপিটের ঘটনায় মামলার পর প্রশাসনিক কারণে সদর থানার ওসি মো: কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়। বুধবার রাতে রংপুর রেঞ্জের ডিআইজি মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে তাকে বর্তমান কর্মস্থল থেকে স্ট্যান্ড রিলিজ করে রংপুর রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়।
জানা যায়, ঠাকুরগাঁওয়ে বৈশাখী মেলার সামনে থেকে যুবলীগ নেতা আসাদুজ্জামান পুলক ও রকিকে তুলে থানায় নিয়ে যায়। পরে পুলককে বেধরক মারপিট করে হাত ভেঙ্গে দেন সদর থানার ওসিসহ ৫ পুলিশ কর্মকর্তা। পূলককে হাসপাতালে নিয়ে নামমাত্র চিকিৎসা দিলেও হাতের এক্স-রে করার কথা বললেও পুলিশ তা না করিয়ে মেলা কর্তৃপক্ষের কোন লিখিত অভিযোগ না পেয়েও ১৫১ ধারায় একটি মামলা রজু করে। পরদিন পুলক ও রকিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।
গত ২ মে পুলক ও রকির জামিন মঞ্জুর হলে সে ভাঙ্গা হাতের এক্সরে করে ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে গত বুধবার ভুক্তভোগী জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলক বাদী হয়ে সদর থানার ওসি মো: কামাল হোসেনসহ ৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঠাকুরগাঁও বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করেন।