সোমবার ● ৮ মে ২০২৩
প্রচ্ছদ » ঠাকুরগাঁও » ধর্মীয় অনুভূতিতে আঘাত : ৩ কিশোর টিকটকারের বিরুদ্ধে মামলা : ৩ জনই গ্রেফতার
ধর্মীয় অনুভূতিতে আঘাত : ৩ কিশোর টিকটকারের বিরুদ্ধে মামলা : ৩ জনই গ্রেফতার
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে ধর্মীয় অনুভুতিতে আঘাত করে টিকটক ভিডিও তৈরী করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে ৩ যুবককে গ্রেফতার করা হয়। রোববার সদর উপজেলার শ্রী কৃষ্ণপুর কোনবাড়ী গ্রামের নিমাই বর্মন (৪৬) বাদী হয়ে তাদের বিরুদ্ধে সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সদর উপজেলার নারগুন ইউনিয়নের শ্রী কৃষ্ণপুর কোনপাড়া সুক নদীর শ্মশান ঘাট বালুর চড়ে ওই ৩ কিশোর ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এমন টিকটক ভিডিও বানান। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি মামলার বাদী নিমাই বর্মনের চোখে পরলে তিনি ওই ৩ যুবকের সাথে যোগাযোগ করলে তারা জানায় যে, ভিডিওগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। তবে তারা আক্রমনাত্মক কথাবার্তা বললে মামলার বাদী স্থানীয় মন্দির কমিটির লোকজনের সাথে পরামর্শ করে সদর থানায় এ মামলাটি দায়ের করেন।
মামলার আসামীরা হলেন সদর উপজেলার শ্রী কৃষ্ণপুর কোনপাড়া গ্রামের মো: আব্দুল কাদেরের ছেলে মো: রিপন ইসলাম (১৭), একই গামের মো: হামিদ ইসলামের ছেলে মো: সজীব ইসলাম (১৩) ও একই গ্রামের মো: সফর উদ্দিনের ছেলে মো: সোহেল ইসলাম (১৫)। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন জানান, উল্লেখিত ৩ কিশোরকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়।