বৃহস্পতিবার ● ৪ মে ২০২৩
প্রচ্ছদ » ঠাকুরগাঁও » ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ি নিহত-১ : আহত-৩
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ি নিহত-১ : আহত-৩
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মাসুদ (৩৪) নামে এক গরু ব্যবসায়ির মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের তেলিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৩ জন আহত হন। নিহত মাসুদ সিরাজগঞ্জ জেলার পঞ্চকুশি চরপেচর পাড়া গ্রামের ইসাহাকের ছেলে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ড ১১-৫২৮৭ নাম্বার ট্রাকটিতে করে উল্লেখিত ৪ জন গরু ব্যবসায়ি সিরাজগঞ্জ থেকে পঞ্চগড় যাচ্ছিলেন। এমন সময় ট্রাকটি ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের তেলিপাড়ায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই গাছের সাথে ধাক্কা খায়। এ সময় গুরুতর আহত হন ৪ জন। দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকের ভেতর থেকে মাসুদের মরদেহ উদ্ধার করে আহত ৩ জনকে ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পূর্ব দালিয়া গ্রামের শনিল-৪৫, একই থানার চরপেচর পাড়া গ্রামের আনছার প্রামানিকের ছেলে মো: হাসেম (৩৪) ও একই গ্রামের নুরুল ইসলামের ছেলে মোরছালিন (২২)।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর-সহকারী পরিচালক মো: সারোয়ার হোসাইন বলেন, সংবাদ পাওয়ার পর পরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আহতদের হাসপাতালে নিয়ে আসে।