রবিবার ● ৩০ এপ্রিল ২০২৩
প্রচ্ছদ » ঠাকুরগাঁও » ঠাকুরগাঁওয়ের আখানগরে অগ্নিকান্ডে ৩ বছরের শিশুর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের আখানগরে অগ্নিকান্ডে ৩ বছরের শিশুর মৃত্যু
দেশায়ন ডেস্ক : সদর উপজেলার আখানগরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রোববার ওই ইউনিয়নের চতুরাখোর গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ৩ বছরের শিশু মোস্তাকিম অগুনে দগ্ধ হয়ে মারা যায়।
প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, রুহিয়া থানার আখানগর ইউনিয়নের চতুরাখোর গ্রামের শমসের আলীর বাড়িতে চুলার আগুন থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় মৃত শিশুটি ঘরে ঘুমিয়ে ছিল। আগুনে ৩টি বাড়ি, ১টি গোয়ালঘর ও ১টি রান্নাঘর পুরে ছাই হয়ে যায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বাড়ির মালিক ওই গ্রামের শমসের আলী বলেন, আমরা বাড়িতে ছিলাম না, মাঠে কাজ করছিলাম। এ সময় বাড়িতে অগ্নিকান্ডে আমার ছেলে রতনের প্রথম সন্তান মোস্তাকিম আগুনে পুরে মারা যায়। আগুনের তীব্রতা এত ছিল যে তাকে কেউ বাঁচাতে পারেনি। আগুনে নগদ প্রায় ৩ লক্ষাধিক টাকা পুরে যায়। এছাড়াও ধান চালসহ বিভিন্ন জরুরী জিনিসপত্র আগুনে পুরে গেছে।
এ ব্যাপারে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার রিফাত হাসান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। চুলার আগুন থেকেই আগুনের সুত্রপাত এবং প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।