শুক্রবার ● ১ জুলাই ২০২২
প্রচ্ছদ » ইতিহাস-ঐতিহ্য » ঠাকুরগাঁওয়ে জাঁকজমকপূর্ণ জেলা সাহিত্য সম্মেলন
ঠাকুরগাঁওয়ে জাঁকজমকপূর্ণ জেলা সাহিত্য সম্মেলন
দেশায়ন ডেস্ক:
ঠাকুরগাঁও জেলা প্রশাসন জেলার কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে দিনব্যাপী সাহিত্য সম্মেলনের আয়োজন করে।
গত বুধবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. আসাদুজ্জামান,বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন,সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. অরুনাংশু দত্ত টিটো,পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা,ইএসডিও’র পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান,প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী,শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে।
এর আগে বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে এই উৎসবের অনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রথম পর্বে সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো.মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম,অধ্যাপক আনোয়ারুল ইসলাম,চালচিত্রের সম্পাদক রাজা সহিদুল আসলাম,অধ্যাপক ও কবি গোলাম সারোয়ার সম্রাট,অধ্যাপক আনসারুল ইসলাম,সোহেল রানা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমন।অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যক্তি ও কবি সাহিত্যিকসহ প্রায় চারশত সাহিত্য অনুরাগী মানুষ উপস্থিত ছিলেন।
কবিতা পাঠে চার উপজেলা হতে মোট বারো জন, সদর উপজেলা ও পৌরসভার দশটি সংগঠন থেকে তিন জন করে কবি স্বরচিত কবিতা পাঠে অংশ নেন। এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।