সোমবার ● ১৫ অক্টোবর ২০১৮
প্রচ্ছদ » ঠাকুরগাঁও » ঠাকুরগাঁওয়ে রংপুর ডিআইজি’র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ে রংপুর ডিআইজি’র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য। আজ সোমবার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও পুলিশ সুপার মো: মনিরুজ্জামেনর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য বলেন, বর্তমান পুলিশের নতুন নতুন ইউনিট গঠন করেছে সরকার। তথ্য প্রযুক্তিতেও পুলিশের আলাদা ইউনিট গঠন করা হয়েছে। বর্তমানে সারা দেশে প্রায় ২ লাখ ৯ হাজার সদস্য কর্মরত রয়েছে। দেশের প্রতিটি মানুষ যাতে করে বাহিরে বের হয়ে সুস্থ্য ও স্বাভাবিকভাবে বাড়িতে ফেরত আসতে পারে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশ সব সময় কঠোর অবস্থানে রয়েছে। স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহন করা হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সদর থানার নবাগত অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, প্রেস কাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, প্রবীন সাংবাদিক আখতার হোসেন রাজা, আব্দুল লতিফ, সাংবাদিক মজিবর রহমান খাঁন, গোলাম সারোয়ার সম্রাট, জিয়াউর রহমান বকুল, পার্থ সারথী দাস, এস,এস জসিম উদ্দিন, জাকির মোস্তাফিজ মিলু প্রমুখ। মতবিনিময় সভায় পুলিশের বিভিন্ন কর্মকর্তারা ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও সুপারিশ তুলে ধরেন। ডিআইজি উল্লেখিত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।