রবিবার ● ৭ নভেম্বর ২০২১
প্রচ্ছদ » জাতীয় » ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িকতা বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িকতা বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে সারাদেশে সংখ্যালঘু ধর্মালবম্বীদের উপর সহিংস হামলা, লুটপাট, হত্যা এবং ঘর-বাড়ি পুড়ানোর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে শহরের চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঠাকুরগাঁও জেলা কমিটির আয়োজনে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, সংগঠনের জেলা শাখার সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. ইয়াসিন আলী, জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ফয়জুল ইসলাম, জেলা সদস্য অধ্যক্ষ তাজুল ইসলাম, জাতীয় কৃষক সমিতির জেলা সভাপতি আবু জাহেদ জুয়েল, সদর উপজেলা শাখার সভাপতি অ্যাড. ইমরান হোসেন চৌধুরী, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম সারোয়ার স¤্রাট, জেলা সদস্য বদর উদ্দীন বদর, জেলা নারী মুক্তি সংসদের সভাপতি আফরোজা রিকা, জেলা সদস্য তৈমুর হোসেন, লুৎফর রহমান, আনোয়ার হোসেন, জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক নাজমুল হুদা প্রমূখ।
সঞ্চালনা করেন আলমগীর হোসেন। বক্তারা কুমিল্লা-রংপুরসহ সারা দেশে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ জানান। হিন্দু ধর্মাবলম্বীদের উপর অমানবিক হামলা, মন্দির ভাংচুর ও ঘর-বাড়ি পোড়ানোর জন্য সাম্প্রদায়িক অপশংক্তিকে দায়ি করেন।