রবিবার ● ২৭ জুন ২০২১
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ঠাকুরগাঁওয়ে লকডাউনের চতুর্থ দিনে ইউএনও-পুলিশের অভিযান : অর্থদন্ড
ঠাকুরগাঁওয়ে লকডাউনের চতুর্থ দিনে ইউএনও-পুলিশের অভিযান : অর্থদন্ড
দেশায়ন ডেস্ক : করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ঠাকুরগাঁওয়ে চতুর্থ দিনের মত চলছে লকডাউন। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন লকডাউন বাস্তবায়ন করার জন্য মাঠ পর্যায়ে অকান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
ঠাকুরগাঁও সদর উপজেলায় ৪র্থ দিনে সদর থানার পুলিশ ফোর্সসহ সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খোচাবাড়ী হাট,নারগুন ইউনিয়নের ছোট খোচাবাড়ী, পৌরসভার কালীবাড়ি, সত্যপীর বাজার,সদর হাসপাতাল মোড়, বাসস্ট্যান্ড বাজার,রোড বাজার এলাকায় রাস্তায় স্বাস্থ্য বিধি মেনে চলা ও সরকারি নির্দেশনা মেনে চলার বিষয়ে মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
শহরের অদূরে খোচাবাড়ী হাটের গরু হাটি পরিদর্শন করেন এবং হাটের কাপড়ের দোকান বন্ধ করার নির্দেশ দেন।এসময় তিনি শপিং ও দোকানে স্বাস্থ্য বিধি মেনে চলা,সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক ছাড়া বের হওয়ার বিষয় মনিটরিং করেন। তাছাড়া স্বাস্থ্য বিধি ও সরকারি নির্দেশনা অমান্য করায় ২ জন দোকানদার মাস্ক না পড়ায় ২ জন মোটর সাইকেল আরোহীকে, ২ জন দোকানীকে এবং ১ জন ব্যাক্তি সহ মোট ৩ জনকে অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।
এছাড়া সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুল হাসান সোহাগ, সদর উপজেলার ঠাকুরগাঁও রোড বাজার এবং পল্লী বিদ্যুৎ বাজরে করোনাকালীন লকডাউন সঠিকভাবে প্রতিপালনে জন্য ঠাকুরগাঁও সদর মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় সদর ওসি মো. তানভীরুল ইসলামসহ পুলিশ সদস্যরা ছিলেন।
এসময় তিনি নির্ধারিত লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ০১(এক) জন ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করেন। এ সময় সরকারি আদেশ অমান্য কারীদেরকে অর্থদণ্ড প্রদান করা হয়।