শনিবার ● ১৯ জুন ২০২১
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাস মোকাবেলায় প্রচারণা কার্যক্রম উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাস মোকাবেলায় প্রচারণা কার্যক্রম উদ্বোধন
দেশায়ন ডেস্ক : স্বাস্থ্য অধিদপ্তরাধীন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল হেলথ এন্ড প্রমোশন কার্যক্রমের আওতায় দেশব্যাপী করোনা সচেতনতা বৃদ্ধির পদক্ষেপে স্বাস্থ্য শিক্ষা সেবা প্যাকেজ কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ে প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করা হয়। শনিবার ফিতা কেটে কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফিরোজ জামান জুয়েল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আব্দুল হামিদ, স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রহমান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সুব্রত কুমার দাস, আব্দুর রাজ্জাক, এমটিপিআই আব্দুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তাগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মনিটরিং সুপারভাইজার মেহেদি হাসান হৃদয় ও ব্র্যান্ড প্রোমোটার রাকিব হাসান। প্রথম দিনে সদর উপজেলার ঠাকুরগাঁও রোড, রোড রেল ষ্টেশনের ২ পার, বালিয়াডঙ্গী মোড়, রহিমানপুর বাজার, পল্লীবিদ্যুৎ, চিলারং বাজার, ভেলাজান, মোলানী, চৌরঙ্গী, মোহিনীতাজ কালিবাড়ি হাট, আখানগর বাজার, রুহিয়া হাট, রুহিয়া পশ্চিম, রুহিয়া পূর্ব ও রামনাথ বাজারে প্রচারণা চালানো হবে বলে জানানো হয়।
প্রচারণার মাধ্যমে করোনা প্রতিরোধে মাস্ক পরা, কিছুক্ষণ পর পর সাবান দিয়ে হাত পরিস্কার করা, ভিড় এড়িয়ে চলা, ন্যুনতম তিন ফুট সামাজিক দূরত্ব বজায় রাখা এবং করোনা শনাক্ত রোগীদের কোয়ারেন্টাইন সহ স্বাস্থ্যবিধি মেনে চলবার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসচেতনতামূরক নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে “মানতে হবে স্বাস্থ্যবিধির উপদেশ তবেই করোনামুক্ত হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে দেশের ৬৪ জেলার ১২৮টি উপজেলার সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে লোকগান, নাটিকা, বিজ্ঞাপন, ক্যারাভান প্রদর্শনী সহ বিভিন্ন প্রচারণামূরক কার্যক্রম চলবে।