রবিবার ● ১৩ ডিসেম্বর ২০২০
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে দুস্থদের পাশে ছাত্রলীগ নেতা অনুপ দত্ত
ঠাকুরগাঁওয়ে দুস্থদের পাশে ছাত্রলীগ নেতা অনুপ দত্ত
দেশায়ন ডেস্ক : কারো পৌষ মাস, কারো সর্বনাশ’। শীতকাল ধনীদের কাছে অনেক সুখকর সময় মনে হলেও দুস্থ অসহায় মানুষের কাছে সর্বনাশই। কারণ, শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তরা মধ্যে বাহারি ডিজাইন ও নানা রঙের শীতের পোশাক কেনার ধুম পড়ে যায়। আর যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ।বরাবরের মতো এবারও এসব অসহায় ও দুস্থ মানুষের পাশে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছে অনুপ দত্ত। এরই অংশ হিসেবে শনিবার রাতে ৭০ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। ছাত্রলীগের প থেকে সুবিধাবঞ্চিত ও অসহায় দুস্থ মানুষের হাতে কম্বল বিতরণ করেন ছাত্রলীগ নেতা অনুপ দত্ত। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা স্বপ্নময় অধীকারি,পিযুষ কান্তি সরকার, অন্তর কুমার রতন, অপুর্ব কুমার রায়, স্বপন ও কুষান কুমার মহন্ত, তনু, উৎসব, স্বাধীন সহ অর্ধশতাধীক নেতা কর্মী।
এ সময় অসহায় শীতার্ত ব্যক্তিরা বলেন, এই শীতে আমাদের মতো নিঃস্ব লোকদের চলতে ফিরতে অনেক সমস্যা হয়। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আমাদের অনেক উপকার হয়।
এ বিষয়ে অনুপ দত্ত বলেন, ঠাকুরগাওয়ে প্রচুর শীত জেঁকে বসেছে। এই শীতে গরীব-অসহায়দের প্রচুর সমস্যা হয়। তাই আমরা ছাত্রলীগের প থেকে গরীব-অসহায়দের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি। আজকে আমরা বেশ কয়েকটি স্থানে ৭০ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছি। এ কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।