রবিবার ● ৯ সেপ্টেম্বর ২০১৮
প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » সাক্ষরতা আন্দোলনের পথিকৃত মোকসেদ আলীর পরিবারকে ডিসি’র আর্থিক সহায়তা
সাক্ষরতা আন্দোলনের পথিকৃত মোকসেদ আলীর পরিবারকে ডিসি’র আর্থিক সহায়তা
দেশায়ন ডেস্ক : গতকাল ৮ সেপ্টেম্বর ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. আখতারুজ্জামান সাক্ষরতা অভিযানের পথিকৃত মোকসেদ আলীর পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন।
শনিবার জেলা প্রশাসক মো. আখতারুজ্জামান সালন্দর কচুবাড়ী কৃষ্টপুর গ্রামের মরহুম মোকসেদ আলীর বাড়িতে যান। সেখানে তাঁর স্ত্রী জাহেদা খাতুন এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সাক্ষাত করেন এবং পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন। সাাতকালে তিনি নগদ বিশ হাজার টাকা স্ত্রী জাহেদা খাতুনের হাতে তুলে দেন।
সাক্ষরতা অভিযানের পথিকৃত মোকসেদ আলী ঠাকুরগাঁওয়ের কৃষ্টপুরকে বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম হিসেবে গড়ে তুলেন। এসময় সময় তৎকালীন রাষ্ট্রপতি তাঁকে বিশেষ সম্মানসহ সনদ ও পদক প্রদান করেছিলেন। এই মহান কাজের জন্য তিনি সারা বাংলাদেশে বিখ্যাত হয়ে রয়েছেন।
এসময় জেলা প্রশাসক মো. আখতারুজ্জামান মরহুম মোকসেদ আলীর অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এই মহান কৃতী ব্যক্তির পরিবারের প্রতি সার্বিকভাবে সহায়তার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি মোকসেদ আলীর সন্তান আল-আমিনের জন্য চাকরির ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো. নূর কুতুবুল আলম, জেলা প্রশাসনের সহকারী কমিশনাররা, সালন্দর ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মুকুল, ইউএসডিও’র এপিসি মো. শামীম হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।