শনিবার ● ২২ আগস্ট ২০২০
প্রচ্ছদ » ঠাকুরগাঁও » ঠাকুরগাঁওয়ে টাকা চাওয়ার অপরাধে বাবাকে মারপিট ও বাড়ি ছাড়া করেছে ছেলে
ঠাকুরগাঁওয়ে টাকা চাওয়ার অপরাধে বাবাকে মারপিট ও বাড়ি ছাড়া করেছে ছেলে
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সামান্য টাকা চাওয়ার অপরাধে নিজের বাবাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলে ৷ শুক্রবার সকালে ২ নম্বর আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও (খাকরতলা) গ্রামে ছেলের এই নির্যাতনের ঘটনা প্রকাশিত হয়।
বাবা আব্দুর রহিমকে মারপিট করে নিজ বাড়ি থেকে বের করে দেয় তার ছেলে শফিরুল ইসলাম। বাবা আব্দুর রহিম অভিযোগ করে বলেন নিজের ছাগল বিক্রির টাকা থেকে সামন্য কিছু ফেরৎ চাইলে ছেলে আমাকে মেরে বাড়ি থেকে বের করে দেয়। কয়েকদিন আগে বাবা আব্দুর রহিম দরকারে নিজের একটি ছাগল বিক্রি করেছিলেন। কিন্তু কৌশলে বিক্রির পুরো টাকা ছেলে শফিরুল ইসলাম ফুসলিয়ে নেয়। এর কয়েক দিন পর হাতে কাজ-কর্ম না থাকায় অসহায় আব্দুর রহিম নিজ ছেলের কাছে ছাগল বিক্রির টাকা থেকে সমান্য কিছু টাকা ফেরৎ চায়।
অথচ শফিরুল বাবাকে টাকা না দিলে বয়ষ্ক বাবা বাবা রেগে যান এবং তাদের দুজনের কথা-কাটাকাটি হয়।এক পর্যায়ে টাকা চাওয়ায় অপরাধে শফিরুল তার বাবা আব্দুর রহিমকে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আব্দুর রহিম অভিযোগ করে বলেন,আমার নিজ বাড়ি থেকে ছেলে শফিরুল ইসলাম মারপিট করে বের করে দিয়েছে ৷ এর আগেও কয়েক বার আমাকে মারপিট করেছিল এবং গত বৃহস্পতিবার রাতে জানে মারে ফেলার হুমকি দেয় শফিরুল। এছাড়া ছেলে ঠিক মতো খাওয়া-পড়া দিত না বলে তিনি জানান। এসবের সাথে ছিল ছেলের দুর্ব্যবহার-অকথ্য গালিগালাজ এবং শারীরিক নির্যাতন। ২নম্বর আমগাঁও ইউপি চেয়ারম্যাম মো. পাভেল তালুদার বলেন, বিষয়টি আমি জানি আমার কাছে তিনি বিচার চাইতে আসেন। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এর কাছে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।