বুধবার ● ১৯ আগস্ট ২০২০
প্রচ্ছদ » ঠাকুরগাঁও » ঠাকুরগাঁওয়ে কলেজে ডেকে শ্রেণিকক্ষে ছাত্রী জমায়েত: জরিমানা
ঠাকুরগাঁওয়ে কলেজে ডেকে শ্রেণিকক্ষে ছাত্রী জমায়েত: জরিমানা
দেশায়ন ডেস্ক : করোনা দুর্যোগকালে স্বাস্থ্য বিধি , সরকারি নির্দেশনা না মানায় এবং উপবৃত্তি যাচাইয়ে ছাত্রীদের সমাবেশের অভিযোগ ওঠে। খবর পেয়ে ঠাকুরগাঁও সদরের একটি মহিলা কলেজে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন অধ্যক্ষকে বিশ হাজার টাকা জরিমানা করেন।
সদর উপজেলায় রুহিয়া ইউনিয়নের গিন্নি দেবী আগরওয়াল মহিলা কলেজে গত চার দিন ধরে উপবৃত্তির যাচাইয়ের জন্য ছাত্রীদের ফোন করে কলেজে ডেকে শ্রেণিকক্ষে ফরম ফিলাপ করালে এক অভিভাবকের অভিযোগে মঙ্গলবার সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন শিক্ষা অফিসার পুলিশ ফোর্সসহ ঐ কলেজে যান। এবং তিনি দেখেন যে, অধ্যক্ষ করোনা মহামারীর মধ্যে ছাত্রীদের তাদের অভিভাবকসহ কলেজে আসতে বাধ্য করেছেন। ভীড় সৃষ্টি, স্বাস্থ্য বিধি লংঘন ও সরকারি নির্দেশনা না মেনে ছাত্রীদের শ্রেণি কক্ষে বসিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। পরে অধ্যক্ষ ভুল স্বীকার করলে উপজেলা নির্বাহী অফিসার বিশ হাজার টাকা জরিমানা করেন। এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যাতে এধরণের অনিয়ম না করে সে বিষয়ে উপজেলা শিক্ষা অফিসারকে নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোশাররফ হোসেন,ঐ মহিলা কলেজের অধ্যক্ষ মো. বদরুল ইসলাম এবং রুহিয়া থানার পুলিশ সদস্যরা।