সোমবার ● ১০ আগস্ট ২০২০
প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » ঠাকুরগাঁওয়ে অতিদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান
ঠাকুরগাঁওয়ে অতিদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি (ইউডিপিএস)’র উদ্যোগে অতিদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। সোমবার সংস্থার সালন্দরস্থ কার্যালয়ের কনফারেন্স রুমে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
ইউডিপিএস’র ঠাকুরগাঁও শাখার আয়োজনে ও পিকেএসএফ’র আর্থিক সহযোগিতায় শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠানে সংস্থার দিনাজপুর যোনের ম্যানেজার সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সংস্থার ঠাকুরগাঁও এরিয়া ম্যানেজার সেলিম রেজা, সদর উপজেলা ম্যানেজার মোকছেদ আলী, ঠাকুরগাঁও রোড শাখা ব্যবস্থাপক লিটু মিয়া প্রমুখ।
এ সময় সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অতিদরিদ্র মেধাবী ৭ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে মোট ৮৪ হাজার টাকার চেক প্রদান করা হয়।