সোমবার ● ৬ জুলাই ২০২০
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ঠাকুরগাঁওয়ে পিসিআর ল্যাব ও বিনামুল্যে পরীক্ষার দাবিতে মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে পিসিআর ল্যাব ও বিনামুল্যে পরীক্ষার দাবিতে মানববন্ধন
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে করোনা শনাক্তে পিসিআর ল্যাব স্থাপন ও বিনা খরচে পরীক্ষার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। গতকাল সোমবার শহরের চৌরাস্তায় ঘন্টাব্যপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট দিনাজপুর জেলা শাখার আহবায়ক কিবরিয়া হোসেন, বাসদ ঠাকুরগাঁও জেলাশাখার সংগঠক প্রকাশ চন্দ্র রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঠাকুরগাঁও জেলা শাখার শাহরিয়ার ইমন ও আব্দুল কাদের প্রমূখ।
ঘণ্টাব্যপী কর্মসূচীতে বক্তারা বলেন, করোনা টেস্টের নমুনা সংগ্রহ ও প্রেরিত নমুনার ফলাফল দ্রুততম সময়ে পাওয়া যাচ্ছেনা বলে আমরা ঠাকুরগাঁওবাসী শঙ্কিত ও ভীতিকর পরিস্থিতিতে জীবন যাপন করছি। ঠাকুরগাঁওয়ে পিসিআর ল্যাব না থাকার কারণে আমাদের পর্যাপ্ত টেস্ট হচ্ছেনা। অন্য জেলাতে আমাদের রক্ত ও লালার নমুনা পাঠাতে হচ্ছে। ফলাফল হাতে পেতে সময় লাগছে দীর্ঘদিন। এতে করোনা সংক্রমণ বিস্তার লাভ করছে আশঙ্কা জনক হারে। সম্প্রতি ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে এই এজেলার দুজন মানুষ মারা গেছেন।
একটি আইসিইউ না থাকার কারনে আমরা এ দুজন মানুষকে হারিয়েছি বলে মনে বার বার কড়া নারছে আমাদের। এদিকে সরকার করোনা পরীক্ষায় ফি নির্ধারণ করেছে। দরিদ্্র মানুষ বর্তমানে বেশির ভাগই কর্মহীন। তারা টাকা দিয়ে পরীক্ষা করাবে না জীবন বাঁচাতে খাদ্য কিনবে। কাজেই ঠাকুরগাঁওয়ে একটি পিসিআর ল্যাব স্থাপন ও বিনা পয়সায় পরীক্ষা করার দাবি জানান।
উল্লেখ্য যে, করোনা বৃদ্ধি রোধে ঠাকুরগাঁওয়ে একটি পিসিআর ল্যাব ও আইসিইউ স্থাপনের দাবিতে ঠাকুরগাঁওবাসীর বেনারে মানববন্ধন, গণঅবস্থান ও স্মরকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে।