বুধবার ● ১ জুলাই ২০২০
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ঠাকুরগাঁওয়ে করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি মানতে চলছে কঠোর অভিযান
ঠাকুরগাঁওয়ে করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি মানতে চলছে কঠোর অভিযান
দেশায়ন ডেস্ক : করোনা মহামারীতে ঠাকুরগাঁও জেলার স্বাস্থ্য বিধি মেনে চলতে ও সমাজিক দূরত্ব বজায় রাখতে জেলা প্রশাসন তাদের সচেতনতামূলক কার্যক্রম এবং কঠোর অভিযান পরিচালনা করে যাচ্ছেন।
বুধবার দুপুরে এক গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় গেটলক বাসের একটি পরিবহনে স্বাস্থ্য বিধি না মেনে কিছু সিটে ২ জন ও বনেটে একাধিক যাত্রী নেয়ায় সত্যপীর ব্রিজে সদর থানার পুলিশ ফোর্সসহ বাস আটক করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
এসময় তিনি রহিমানপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা বাসের ড্রাইভার মহানন্দ (৩৬)কে দুই হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া জেলার পাঁচ উপজেলায় গত ২৪ ঘন্টায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টসমূহ জেলার বিভিন্ন হাট ও বাজারে অপ্রয়োজনীয় জনসমাগম রোধে, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ও নির্ধারিত সময়ে দোকানপাট বন্ধ করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। এ সময় সরকারি নির্দেশ অমান্য করে নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখায় ও মাস্ক পরিধান না করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দ-বিধি, ১৮৬০ ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী ১৫ টি মামলায় চার হাজার ৯শত টাকা অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়।