সোমবার ● ২৯ জুন ২০২০
প্রচ্ছদ » ঠাকুরগাঁও » ঠাকুরগাঁওয়ের নিম্নাঞ্চালের ৫০০ পরিবার প্লাবিত
ঠাকুরগাঁওয়ের নিম্নাঞ্চালের ৫০০ পরিবার প্লাবিত
দেশায়ন ডেস্ক : চার দিনের টানা বৃষ্টিতে উপশহরের নিম্নাঞ্চালের ৫০০ পরিবারের বাড়ি-ঘর প্লাবিত হয়েছে। বুধবার অনুমানিক রাত সাড়ে ৮ টা থেকে ঠাকুরগাঁওয়ে একাধারে টানা বৃষ্টি শুরু হয়। শুক্রবার রাতে এক-দুই ঘন্টা বৃষ্টি থামলেও শনিবার রাত থেকে আবার শুরু হয়েছে বৃষ্টি। টানা বৃষ্টির কারণে বেড়েছে টাঙ্গন নদীর সকল শাখার পানি। তাই নদীর বিভিন্ন শাখার পাশে বসবাসরত প্রায় পাঁচশ পরিবারের ঘর-বাড়ি পানিতে প্লাবিত হয়ে গেছে। এতে পানি বন্দী পরিবারগুলো বিশেষ করে শিশু ও প্রবীণদের নিয়ে চরম দুর্ভোগে পড়েছে ।
টানা বৃষ্টিতে টাঙ্গন নদীর পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে ঠাকুরগাঁও শহরের নিম্নাঞ্চলের খালপাড়া, ডিসিবস্তি, জলেশ্বরিতলা , হঠাৎপাড়াসহ কয়েকটি মহল্লা।
শহরের ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি ও নদীর পাড়ে ব্লক ও বোল্ডার স্থাপন করে বাঁধ নির্মাণ না করায় প্রায় প্রতি বছরই এলাকাবাসীর এই চরম দুর্ভোগ দেখা দেয় বলে স্থানীয়দের অভিযোগ।
এবিষয়ে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি ঠাকুরগাঁও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ কুমার দুর্ভোগের কথা স্বীকার করে এ বিষয়ে সরকারের সদয় দৃষ্টি কামনা করেন।
টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত টাঙ্গন নদীর পাড়ের এসি ল্যান্ড বস্তি ও হঠাৎ বস্তি নিবাসীদের অবস্থা পরিদর্শন করেন
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। তার সাথে পৌরসভার মহিলা কাউন্সিলর দৌপদী আগরওয়ালা উপস্থিত ছিলেন। এসময় সেখানে তাঁরা বর্ষণে ক্ষতিগ্রস্ত রাস্তারও পরিদর্শন করেন।