শনিবার ● ২৭ জুন ২০২০
প্রচ্ছদ » ঠাকুরগাঁও » ঠাকুরগাঁওয়ে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার-১
ঠাকুরগাঁওয়ে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার-১
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁও সদর উপজেলায় এক কিশোরীকে অপহরণ ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে কিশোরীর পিতা বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেন।
সালন্দর মোল্লাপাড়ার ওই কিশোরীকে পাশের পঞ্চগড় জেলার সাকোয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সাব্বির ইসলাম (২০) বিয়ের প্রস্তাব দেয় এবং ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ২৪ জুন সন্ধ্যায় সাব্বির ওই কিশোরীর বাড়িতে গেলে গল্পের ছলে বাড়ির পাশে সালন্দর মহিলা কলেজে নিয়ে জোরপুর্বক শ্লীলতাহানি করে পালিয়ে যায়।
২৪ ঘন্টা পর অন্য এক ব্যক্তির মোবাইল ফোনে কিশোরীর বাবা জানতে পারেন তার মেয়ে পাশের গ্রাম আউলিয়াপুরের একটি বাড়িতে অবস্থান করছে। তিনি সেখানে গিয়ে মেয়েকে উদ্ধার করেন। এবং কিশোরীর পিতা মামলা করবেন কি করবেন না এ নিয়ে ২৪ ঘন্টা ইতস্তত করার পর গত শুক্রবার রাতে সদর থানায় সাব্বির ও অজ্ঞাত সহযোগীকে আসামী করে অপহরণ ও শ্লীলতাহানির মামলা দায়ের করেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সাব্বির ইসলামকে গ্রেফতার করেছে। আমরা বিষয়টিকে গুরুত্বসহকারে দেখছি।
আজ শনিবার সদর হাসপাতালে কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।