বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২০
প্রচ্ছদ » ঠাকুরগাঁও » ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকসহ নিহত-২ ॥ মারা গেছে ১টি গরু
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকসহ নিহত-২ ॥ মারা গেছে ১টি গরু
দেশায়ন ডেস্ক :ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকসহ ২ জনের মৃত্যু হয়েছে। অন্যএক বজ্রপাতে মারা গিয়েছে । জেলার পীরগঞ্জে বজ্রপাতে আজিমুল ইসলাম (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আজিমুর ইসলাম পীরগঞ্জ উপজেলার ২ নম্বর কোষারাণীগঞ্জ ইউনিয়নের গরুরা ফুলবাড়ী গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
ঐ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে আজিমুল ইসলাম তার ধান ক্ষেত ও পুকুর দেখতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পীরগঞ্জ ইউএনও রেজাউল করিম মৃত আজিমুলের পরিবারকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন।
এছাড়া বৃহস্পতিবার অপর একটি ঘটনায় জেলার রাণীশংকৈল উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি রাণীশংকৈল ধর্মগড় রাজাদীঘি এলাকার টংকনাথ রায়ের ছেলে শান্ত রায় (২২)।
বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে বৃষ্টির মধ্যে মাছ ধরার জন্য বাড়ির পাশে রাজা দীঘি শ্যামল বিলপাড় এলাকায় বজ্রপাতে মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। রাণীশংকৈল থানার সাব ইন্সপেক্টর আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এছাড়া বুধবার বিকেলে ঘুঘুয়া গ্রামের মৃত ফয়জুল ইসলামের ছেলে রুবেলের ১টি গরু বজ্রপাতে মারা গেছে।