বুধবার ● ১০ জুন ২০২০
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ঠাকুরগাঁওয়ে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত : জরিমানা
ঠাকুরগাঁওয়ে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত : জরিমানা
দেশায়ন ডেস্ক: এই দীর্ঘস্থায়ী মহামারীতে করোনায় মানুষ যখন ঘরে বা দরকারী স্থানে ব্লিচিং পাউডার জীবাণুনাশক হিসেবে ব্যবহার করছেন,ঠিক এমন সময়ে গত মঙ্গলবার অভিযোগ পেয়ে সদর উপজেলার পৌরসভার মোহাম্মদ আলী সড়কে মামুন হার্ডওয়্যারে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন ভেজাল ব্লিচিং পাউডারের সন্ধান পান।
তিনি দোকানীকে আসল তার কাছে থাকা আসল ব্লিচিং পাউডার স্পর্শ করে দেখান, তাই চুন আর চক পাউডার মিশিয়ে ব্লিচিং পাউডার ভেজাল করে বিক্রির কারণে তিনি মামুন স্টোরের প্রোপাইটর শফিকুল ইসলাম(৪৫) কে তিন হাজার টাকা জরিমানা করেন এবং ভেজাল ব্লিচিং পাউডার ধ্বংস করার নির্দেশ দেন। এছাড়া শহরের রমজান এন্টারপ্রাইজ ও আলীম এন্টারপ্রাইজেও তিনি তাদের স্টকে থাকা ব্লিচিং পাউডার পরীক্ষা করেন।
জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম জানান, ঠাকুরগাঁও জেলার ৫ টি উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টসমূহ জেলার বিভিন্ন হাট ও বাজারে অপ্রয়োজনীয় জনসমাগম রোধে ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ও নির্ধারিত সময়ে দোকানপাট বন্ধ করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।
এ সময় সরকারি নির্দেশ অমান্য করে নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখায়, মেয়াদবিহীন ব্লিচিং পাউডার বিক্রি করায় ও মাস্ক পরিধান না করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দণ্ডবিধি, ১৮৬০ ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী মোট ২৯ টি মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়।