শুক্রবার ● ২২ মে ২০২০
প্রচ্ছদ » আন্তর্জাতিক » কেভিট-১৯ বিষয়ে সেমিনার ও ঠাকুরগাঁওয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের শুভেচ্ছা
কেভিট-১৯ বিষয়ে সেমিনার ও ঠাকুরগাঁওয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের শুভেচ্ছা
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে কেভিড-১৯ শীর্ষক সেমিনার , আলোচনা ও জেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের অভিনন্দন জানানো হয়। শুক্রবার বিকেলে জেলা পরিষদ অডিটরিয়াম (বিডি হল) এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগিতায় অনুষ্ঠানে মূূল আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. আনোয়ার খসরু পারভেজ।
এরপর ঠাকুরগাঁওয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত ১৫ জন নতুন চিকিৎসক ও ২ জন নার্সদের অভিনন্দন জানানো হয়। সংগঠনের আহবায়ক মাসুদুর রহমান বাবুর সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান (পিপিএম), এন.এস.আইন জয়েন্ট ডিরেক্টর হেমায়েত হোসেন, জেলা বিএমএ’র সভাপতি ডা. আবু মো: খয়রুল কবীর, সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, বাংলাদেশ আ’লীগের অর্থ ও পরিকল্পনা কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক রাজিউর রেজা খোকন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আ’লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন।