রবিবার ● ২ সেপ্টেম্বর ২০১৮
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে বিদ্যালয় ভবনের সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
ঠাকুরগাঁওয়ে বিদ্যালয় ভবনের সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন উচ্চ বিদ্যালয়ের ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ রোববার বিদ্যালয় প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, শিার উপর সরকার সবচেয়ে বেশি কাজ করছে। কারণ শিাই জাতির মেরুদণ্ড। শিা ছাড়া কোন বিকল্প নেই। তাই প্রত্যেক শিশুকে শিায় সুশিতি হতে হবে। কোন শিশু যেন শিা থেকে বঞ্চিত না হয় সেজন্য অভিভাবকদের প্রতি আহ্বন জানান তিনি।
নারগুন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সফির উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, নারগুন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরেকুল ইসলাম প্রমুখ।
উলেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এক কোটি টাকা ব্যয়ে নারগুন উচ্চ বিদ্যালয়ে তিনতলা বিশিষ্ট উর্দ্ধমূখী সম্প্রসারণ কাজ সম্পন্ন করা হবে।