সোমবার ● ১৮ মে ২০২০
প্রচ্ছদ » ঠাকুরগাঁও » কৃষকলীগ নেতা সরকার আলাউদ্দিন গুরুতর অসুস্থ : খোজ নিচ্ছে না কেউ
কৃষকলীগ নেতা সরকার আলাউদ্দিন গুরুতর অসুস্থ : খোজ নিচ্ছে না কেউ
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁও জেলা কৃষকলীগের সভাপতি ত্যাগী নেতা সরকার আলাউদ্দিন দীর্ঘ ৬ মাস ধরে গুরুতর অসুস্থ হয়ে পরে রয়েছেন। নিজ বাড়িতে একাকিত্বের সাথে জীবন যাপন করলেও কেউ খোজ রাখেনি। এতে তার নিজের কোন আক্ষেপ না থাকলেও পরিবারের সদস্য ও প্রতিবেশীদের রয়েছে বিস্তর আক্ষেপ। বর্তমানে তিনি স্ট্রোক করে হা-পা প্যারলাইজড হয়ে বাড়িতেই অসুস্থ হয়ে কোনমত দিন পার করছেন। মানুষকে চিনতে একটু সময় লাগছে। কথা বলতে পারলেও তা পরিস্কার ভাবে কাউকে বোঝাতে পারছেন না।
ঠাকুরগাঁও শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে ভুল্লি কুমারপুর গ্রামে সরকার আলাউদ্দিনের বাড়ি। তার বাড়ি থেকে ভুল্লি বাজার প্রায় ২ কিলোমিটার। সুস্থ থাকাকালীন তিনি প্রায় প্রতিদিন ঠাকুরগাঁও জেলা শহরে আসতেন এবং রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মকান্ডে দাপটের সঙ্গে অংশগ্রহন করতেন।
ওই সময়গুলোতে তিনি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় দাড়িয়ে থাকতেন। রাস্তা দিয়ে কেউ ভুল্লির দিকে গেলে তার সাইকেল, মটরসাইকেলে করে প্রথমে ভুল্লি বাজার, পরে সেখান থেকে বিভিন্ন মাধ্যমে ঠাকুরগাঁও জেলা শহরে যেতেন। ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষের কাছে সরকার আলাউদ্দিন একজন তৃনমুল ও আওয়ামী পরিবারের পরিক্ষিত নিবেদিত কর্মী এবং সৎ মানুষ হিসেবে পরিচিত। বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের গুনগান, দলীয় প্রচারনায় যেন তার নেশা ও পেশা ছিল। কিন্তু দীর্ঘ ৬ মাস ধরে অসুস্থতা যেন তার জীবনের গতিপথ থমকে দিয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি কুমারপুর গ্রামে নিজ বাড়িতে সরকার আলাউদ্দিনের সাথে দেখা করতে গিয়ে জানা যায়, তিনি দীর্ঘ ৬ মাস ধরে স্ট্রোক করে বাড়িতে পরে রয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়ের পিতা। ছেলেরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী করলেও মেয়েদের বিয়ে হয় বিভিন্ন স্থানে। তবে তিনি গুরুতর অসুস্থ হয়ে পরলে বড় মেয়ে সরকার আবিদা রোকসানা তার শ্বশুড়বাড়ি রানীশংকৈল থেকে এসে দীর্ঘীদিন বাবার সেবা করছেন।
তিনি আক্ষেপ করে বলেন, বাবা দীর্ঘদিন থেকে অসুস্থ হয়ে এভাবে পরে থাকলেও কোন মানুষ খোজ নিতে আসেনি। এমনকি তাকে বেশ কয়েকবার ঢাকায় চিকিৎসা করাতে নিয়ে যাওয়া এবং তার ব্রেনে অস্ত্রপাচার করালেও কারও কোন সহায়তা পাওয়া যায়নি।
এ দুর্দিনে বিভিন্ন প্রকার সহযোগিতা না হলেও পরিচিত, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের পক্ষ থেকে সরকার আলাউদ্দিনের খোজ খবর নেওয়া হবে এমনটাই দাবি পরিবারের সদস্যদের।