বুধবার ● ১৩ মে ২০২০
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ অভিযান উপলক্ষে লটারী
ঠাকুরগাঁওয়ে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ অভিযান উপলক্ষে লটারী
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে চলতি মৌসুমে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ অভিযান উপলক্ষে লটারী অনুষ্ঠিত হয়। বুধবার সদর উপজেলা পরিষদ হলরুমে এ লটারী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রইছ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ রায়, উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোশাররফ হোসেন, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপনসহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোট ৪৬ হাজার চাষীর মধ্যে লটারীর মাধ্যমে ৪ হাজার ৯৫১ জন চাষী নির্বাচন করা হয়। প্রত্যেকের কাছ থেকে ১ মেট্রিক টন করে ধান সংগ্রহ করা হবে।