বুধবার ● ১৫ এপ্রিল ২০২০
প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » ঠাকুরগাঁওয়ে অভ্যন্তরীন খাদ্যশস্য গম সংগ্রহ অভিযান উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে অভ্যন্তরীন খাদ্যশস্য গম সংগ্রহ অভিযান উদ্বোধন
দেশায়ন ডেস্ক : অভ্যন্তরীন খাদ্য সংগ্রহ মওসুমে গম সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়। বুধবার সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে অভিযান উদ্বোধন করেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ বাবুল হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রইস উদ্দিন, সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম, অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মোর্তুজা, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ বাবুল হোসেন জানান, জেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে এ বছর ৭৫ হাজার মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। এর মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৭২৩, বালিয়াডাঙ্গী উপজেলায় ৩ হাজার ১১৬, পীরগঞ্জ উপজেলায় ২ হাজার ৪৪২, রানীশংকৈল উপজেলায় ২ হাজার ৬৫০ এবং হরিপুর উপজেলায় ১ হাজার ৩৭৯ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে। ১৫ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত প্রতি কেজি গম ২৮ টাকা দরে সংগ্রহ করা হবে বলে জানান তিনি।