রবিবার ● ১২ এপ্রিল ২০২০
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ইএসডিও প্রমোট প্রকল্পের খাদ্য সহায়তা বিতরণ
ইএসডিও প্রমোট প্রকল্পের খাদ্য সহায়তা বিতরণ
দেশায়ন ডেস্ক :করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলার এক হাজার ৮ জন চা শ্রমিক, প্রতিবন্ধী, আদিবাসী ও দলিত পরিবারকে উন্নয়ন সংস্থা ইএসডিও’র প্রমোট প্রকল্পের আওতায় চাল,ডাল, আলু, সাবান বিতরণ করা হবে। মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এই খাদ্য সামগ্রী বিতরণ করবে ইএসডিও।
এ কার্যক্রমের আওতায় শনিবার সদর উপজেলার আউলিয়াপুর, গড়েয়া ও নারগুন ইউনিনের ১২৫জন আদিবাসী ও দলিত সম্প্রদায়ের পরিবারের হাতে কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ২টি সাবান বিতরণ করা হয়। এসময় আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ইএসডিও প্রমোট প্রকল্পের কোঅর্ডিনেটর মাহাবুবুল হক, প্রকল্প কর্মকর্তা আতিকা ইসলাম রিতুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এই প্রকল্পের আওতায় জেলার সদর উপজেলা ছাড়াও হরিপুর উপজেলার আদিবাসী ও দলিত ১০৮টি পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেয়া হয় বলে জানায় প্রকল্প কর্মকর্তা আতিকা ইসলাম রিতু। বালিয়াডাঙ্গী উপজেলার কয়েশ চা শ্রমিক ও আদিবাসীদের হাতেও দ্রুত ত্রাণ সহায়তা পৌছে দেয়া হবে বলে জানান তিনি।