শনিবার ● ৪ এপ্রিল ২০২০
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ১১৭ আদিবাসী পরিবারে সহায়তা দিল প্রেমদীপ
১১৭ আদিবাসী পরিবারে সহায়তা দিল প্রেমদীপ
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁও সদর উপজেলার ইএসডিও-প্রেমদীপ প্রকল্পের মাধ্যমে রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ কমিউনিটিতে ৫৫ টি পরিবার, পটুয়া কমিউনিটিতে ১১ টি পরিবার, আকচা ইউনিয়নের সদ্দারপাড়া কমিউনিটিতে ১৩ টি পরিবার, নারগুন ইউনিয়নের জামাতপাড়া কমিউনিটিতে ১১ টি পরিবার, জগন্নাথপুর ইউনিয়নের বড় খোচাবাড়ি কমিউনিটিতে ১৩ টি পরিবার, মোহাম্মদপুর ইউনিয়নের মাতৃগাঁও কমিউনিটিতে ১৪ টি পরিবারসহ মোট ১১৭ জন দলিত ও আদিবাসী পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও লিফলেট বিতরন করা হয়।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রেমদীপ প্রকল্পের সকল উন্নয়ন কর্মী এই বিতরনে সহায়তা করেন । এতে করে কমিউনিটির জনগোষ্ঠির খাদ্য ঘাটতি পুরণ হবে। তারা প্রত্যেকে ইএসডিও -প্রেমদীপ প্রকল্পকে ধন্যবাদ জানান এবং বলেন আমাদের দুর্যোগ সময়ে আমাদেরকে এই সহযোগিতা করেছে এটির সার্বিক সহযোগিতা করেন হেকস / ইপার ।
এই বিতরনে উপস্থিত ছিলেন ইএসডিও’র প্রতিনিধি দেবাশীষ, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মোছা: সাম সু তাজরীজ, উপজেলা ম্যানেজার মোছা: ঝর্ণা বেগম, সাংবাদিক ফিরোজ আমিন সরকার, সিএফ হায়দার আলী, রঞ্জন, লায়লা, শাহিনা প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, আধা লিটার সরিষার তৈল, ৫শ গ্রাম লবন ও ৫ কেজি ডাল প্রদান করা হয় বলে জানায় ইউএসডিও কর্তৃপক্ষ।