মঙ্গলবার ● ২৮ আগস্ট ২০১৮
প্রচ্ছদ » ঠাকুরগাঁও » ঠাকুরগাঁওয়ে জাতীয় কবি নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকী
ঠাকুরগাঁওয়ে জাতীয় কবি নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকী
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁও শহরের শব্দশিল্প ঘর প্রকাশনীর কার্যালয়ে সোমবার রাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে কবিতাপাঠ, সঙ্গীত ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শহরের এনসি রোড কার্যালয়ে আয়োজিত জেলা কবি সংসদ ও শব্দশিল্প ঘর প্রকাশনীর যৌথ উদযোগে নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকীর এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাহিত্যিক ও শিক্ষক কবি সংসদের সভাপতি আশরাফ উল আলম, কবি-প্রকাশক ও সাংবাদিক গোলাম সারোয়ার সম্রাট, কবি-এমফিল গবেষক ও সঙ্গীত শিল্পী রেজাউল হক সুমন, কবি-গল্পকার, নারী সংগঠক আফরোজা রিকা, গীতিকার কবি হাসান আলী, কবি ইসমাইল হোসেন, কবি চঞ্চল রায়, কবি ফরিদা বেগম, শাহনাজ পরভীন, রবীন্দ্রনাথ রায়, মনিরুজ্জমান মিলন প্রমুখ।
নজরুলের জীবনের বহুমুখী দিক নিয়ে এবং তাঁর মানবতাবাদী দর্শন সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়। দেশপ্রেমিক-সাম্যবাদী, অসাম্প্রদায়িক নজরুল ইসলামের কবিতা আবৃত্তি, নজরুল পত্রাবলী থেকে বিশেষ অংশ পাঠ করা হয়। শেষে শিল্পীরা নজরুলের গান পরিবেশন করেন।