শনিবার ● ৪ এপ্রিল ২০২০
প্রচ্ছদ » আন্তর্জাতিক » ঠাকুরগাঁওয়ে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ
ঠাকুরগাঁওয়ে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের পাবলিক কাব ও সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলার ৪টি ইউনিয়নে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম জানান, সমাজ সেবা অধিদপ্তরের কার্ডধারী বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ৭৬৬ জন কার্ডধারী (প্রতিবন্ধী)’র মাঝে ত্রানের বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অপরদিকে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জগন্নাথপুর, বেগুনবাড়ি, নারগুন ও মোহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। এ সময় প্রত্যেক ইউনিয়নের ১শ জন করে দিনমজুর, দু:স্থ, ভিক্ষুক তথা কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। তিনি জানান, সব মিলিয়ে সদর উপজেল প্রশাসনের পক্ষ থেকে ওই দিন ১ হাজার ২৬৬ টি পরিবারের মাঝে ত্রাণের খাবার বিতরণ করা হয়েছে।