মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২০
প্রচ্ছদ » ইতিহাস-ঐতিহ্য » কর্মহীন জনগোষ্টির বাড়িতে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত ইএসডিও’র
কর্মহীন জনগোষ্টির বাড়িতে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত ইএসডিও’র
দেশায়ন ডেস্ক : কর্মহীন দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি বিতরণ কার্যক্রম অব্যহত রেখেছে ঠাকুরগাঁওয়ে উন্নয়ন সংস্থা ইকো-সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পরিষদ পাড়া ও ঠাকুরগাঁও রোড কলোনী এলাকার আদিবাসী জনগোষ্ঠির অর্ধশত মানুষের মাঝে চাল, ডাল, তেল ও সাবান বিতরণ করে। করোনা ভাইরাস সংক্রামন রোধে ঠাকুরগাঁওয়ের পিছিয়ে পড়া কর্মহীন মানুষের পাশে জেলা প্রশাসনের পাশাপাশি ইএসডিও নিরলস কাজ করে যাচ্ছে।
করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইএসডিও সাধারণ মানুষে পাশে থাকবে বলে জানায় সংস্থার নির্বাহী পরিচালক ড.মুহম্মদ শহীদ উজ জামান। তিনি বলেন, সংস্থার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ ছাড়াও মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি, সরকারি নির্দেশনা মেনে চলা, পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষায় সাবান বিতরণ ও জীবানুনাশক স্প্রে করাসহ সব ধরনের সহায়তার কাজে যুক্ত থাকবে ইএসডিও বলে জানান নির্বাহী পরিচালক ড.মুহম্মদ শহীদ উজ জামান।
এর আগে মঙ্গলবারও সদর উপরজেলার ঠান্ডিরাম কালিতলা, পটুয়া পাহানপাড়া ও বিমানবন্দর এলাকার ১৫০শ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সাবান বিতরণ করে ।