বৃহস্পতিবার ● ২৬ মার্চ ২০২০
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে করোনা সচেতনতায় জেলা পরিষদের লিফলেট ও মাস্ক বিতরণ
ঠাকুরগাঁওয়ে করোনা সচেতনতায় জেলা পরিষদের লিফলেট ও মাস্ক বিতরণ
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাস প্রতিরোধে ও জনসচেতনতা সৃষ্টির লে লিফলেট, মাস্ক, সাবান ও স্যানিটাইজার বিতরণ করা হয়। বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলার ৪টি ইউনিয়নে এ সকল উপকরণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, জেলা পরিষদের প্রকৌশলী জাকির হোসেন, আক্চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার রায়, চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী, রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্না হান্নু।
সদর উপজেলার আক্চা, আখানগর, চিলারং ও রহিমানপুর ইউনিয়নে ৫শ মাস্ক, ৫শ সাবান, লিফলেট ও বেশ কিছু স্যানিটাইজার বিতরণ করা হয়।
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বলেন, সারাবিশ্বে করোনা ভাইরাস মহামারীতে রূপ নিয়েছে। অসংখ্য মানুষ আক্রান্ত হয়েছে ও মারা গেছে। বাংলাদেশের করোনা ভাইরাস হানা দিয়েছে। করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে এই ভাইরাস থেকে নিজেদের সুরতি রাখতে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়ম মেনে চলা ও জনসমাগম থেকে দূরে থাকতে হবে।