সোমবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২০
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা
ঠাকুরগাঁওয়ে শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে আশা-প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচীর আওতায় “শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা”র উদ্বোধন করা হয়। সোমবার সদর উপজেলা পরিষদ হলরুমে কর্মশালা উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।
উদ্বোধনী অনুষ্ঠানে আশা কেন্দ্রীয় কার্যালয়ের প্রোগ্রাম ম্যানেজার এম. আনসারুল করিমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, বিশেষ অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, আশা দিনাজপুর অঞ্চলের এডিশনাল ডিভিশনাল ম্যানেজার জালাল উদ্দিন, আশার জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশা ঠাকুরগাঁও জেলা ব্যবস্থাপক মেজবা উদ্দীন।
কর্মশালায় জেলার শিক্ষা সেবিকা, শিক্ষা সুপারভাইজারগণ অংশগ্রহন করেন। জেলায় মোট ২৫টি ব্রাঞ্চে ৩৮৫ জন শিক্ষা সেবিকা, ১০ হাজার ৬৯১ জন শিক্ষার্থী এ কর্মসূচীর আওতায় কাজ করছে। এর মধ্যে গত বছরের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেছে ১ হাজার ২১৫ জন শিক্ষার্থী।