সোমবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২০
প্রচ্ছদ » খেলাধুলা » আবুল হোসেন সরকার কলেজে বার্ষিক ক্রীড়া-নবীন বরণ
আবুল হোসেন সরকার কলেজে বার্ষিক ক্রীড়া-নবীন বরণ
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে আবুল হোসেন সরকার ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং নবীন বরণ উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
প্রধান অতিথি সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, প্রয়াত শিক্ষাবিদ কবি আবুল হোসেন সরকার, কলেজ প্রতিষ্ঠা করে অত্র এলাকার কিশোর-কিশোরীদের শিক্ষা গ্রহণের সুযোগ করে দিয়েছে। তিনি একজন নিঃস্বার্থ মানুষ ছিলেন। এই কলেজ প্রতিষ্ঠায় তিনি যে স্বপ্ন দেখেছিলেন আমি তাতে সহযোগিতা করেছি। এবং অতীতে করেছি, ভবিষ্যতেও করবো।
রোববার বিকেলে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় অধ্যক্ষ কেদার নাথ বর্মনের সভাপতিত্বে অংশ নেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু বকর ছিদ্দিক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়,সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম স্বপন, সালন্দর ইউপি চেয়ারম্যান মাহবুব আলম মুকুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, সেলিম রেজা গ্রুপের সিইও নুরুল হুদা স্বপন, গভনিং বোডির প্রতিষ্ঠাতা সদস্য আফসানা আখতার দোলা, দাতা সদস্য বাবলুর রহমান, অনুষ্ঠানের আহবায়ক দেলোয়ার হোসেন।
এর আগে অভিনন্দন পত্র পাঠ করে দ্বিতীয় বর্ষের ছাত্রী শিমু। এবং সঙ্গে সঙ্গে নবীন ছাত্র-ছাত্রীদেও বরণ করে রেয়া হয়। শেষে শিক্ষার্থী অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সংগীত পরিবেশন করে রিদম ব্যন্ড।