শুক্রবার ● ৩১ জানুয়ারী ২০২০
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ের আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
ঠাকুরগাঁওয়ের আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নে আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার বালিয়া ইউনিয়নের কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
পরে সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে সংসদ সদস্য রমেশ চ›ন্দ্র সেন বলেন, তৃণমূলের নেতাকর্মীদের কারণে আজ আওয়ামী লীগ শক্তিশালী সংগঠন হিসেবে রূপ নিয়েছে। তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের শক্তি। তিনি বলেন, জনগণের বিপুল সমর্থনের কারণে আজ আওয়ামী লীগ মতায় রয়েছে। আওয়ামী লীগ দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে আর বিএনপি-জামায়াত দেশের তি করার জন্য মতায় আসতে চায়। বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনের আলোচনা সভা অন্যান্যদের মধ্যে বক্তব্যে দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সিনিয়র সহসভাপতি মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোস্তাক আলম টুলু, সন্তোষ কুমার আগরওয়ালা, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম স্বপন, রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথি সেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, আওয়ামীলীগ নেতা রওশনুল হক তুষার, জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন রনি, সাধারণ সম্পাদক সানেয়ার পারভেজ পুলক, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম মুক্তি প্রমুখ।
এসময় উপস্থিত কাউন্সিররা তাদের কন্ঠ ভোটের মাধ্যমে পুণরায় বিনা প্রতিদ্বন্দিতায় বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে নুরে আলম মুক্তিকে নির্বাচিত করা হয়। পরে রাতে মনোজ্ঞ সংগীত পরিবেশন করে রিদম ব্যান্ড।