শুক্রবার ● ১০ জানুয়ারী ২০২০
প্রচ্ছদ » ইতিহাস-ঐতিহ্য » ঠাকুরগাঁওয়ে মুজিববর্ষের ক্ষণগণনা আরম্ভ
ঠাকুরগাঁওয়ে মুজিববর্ষের ক্ষণগণনা আরম্ভ
দেশায়ন ডেস্ক : গতকাল শুক্রবার ১০ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর ক্ষণগণনা মুজিববর্ষের সূচনা করে প্রশাসন।
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনের প্রাক্কালে এই দিনে বিকেল ২টা ৪৫ মিনিটে জেলা প্রশাসন ও জেলার সর্বস্তরের লোকজন ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। শহরের জেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে রাজধানীর জাতীয় ক্ষণগণনা অনুষ্ঠান বড় পর্দায় প্রদর্শনের সঙ্গে সঙ্গে এই মুজিববর্ষ গণনা আরম্ভ হয়।
বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা প্যারেট গ্রাউন্ড থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণের মধ্য দিয়ে ক্ষণ গণনার সাথে সাথে সারা দেশের মত ঠাকুরগাঁওয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রশাসন। এই সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো. সাদেক কুরাইশী, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মোহা. আব্দুল্লাহ, প্রেসকাবের সভাপতি মো. মনসুর আলীসহ প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিক।