বুধবার ● ২৫ ডিসেম্বর ২০১৯
প্রচ্ছদ » ইতিহাস-ঐতিহ্য » ইএসডিও’র ক্রীড়া-সাংস্কৃতিক সপ্তাহের সমাপনীতে পিঠা উৎসব
ইএসডিও’র ক্রীড়া-সাংস্কৃতিক সপ্তাহের সমাপনীতে পিঠা উৎসব
দেশায়ন ডেস্ক: গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে ইএসডিও আয়োজিত সাত দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। কলেজপাড়ায় ইএসডিও’র প্রধান কার্যালয়ে সমাপ্তির দিনে উৎসব আর উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় পিঠা-পউষ উৎসব এবং ভাওয়াইয়া গানের উৎসব পরিণত হয় এক মহান মানবিক মেলায়।
বিকেল সাড়ে তিনটায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম এর সহধর্মিনী নারী কল্যাণ কাবের সভাপতি মিসেস নুশরাত জাহান, বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আলাউদ্দীন আল আজাদ। এসময় উপস্থিত পিঠা উৎসবের সভাপতি অধ্যক্ষ সেলিমা আখতার, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।
আলোচনা পর্বে স্বাগত বক্তব্য দেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। এছাড়া আলোচনায় আরো অংশ নেন উৎসবের উদ্বোধক জেলা প্রশাসক এর সহধর্মিনী নারী কল্যাণ কাবের সভাপতি মিসেস নুশরাত জাহান।
পিঠা উৎসবে প্রথম হয় ইকো পাঠশালা এন্ড কলেজ, দ্বিতীয় স্থান অধিকার করে ইএসডিও কৃষি ইউনিট, তৃতীয় হয় পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ, চতুর্থ হয় তানিয়া পিঠা ঘর এবং পঞ্চম হয় ইএসডিও ম্যাজিক বাজ। পরে জেলা প্রশাসক সহধর্মিনী মিসেস নুশরাত জাহানকে ক্রেস্ট বিতরণ করেন উৎসবের সভাপতি অধ্যক্ষ সেলিমা আখতার। ইএসডিও’র নির্বাহী পরিচালক ড.মুহম্মদ শহীদ উজ জামান অন্যন্য অতিথিদের ক্রেস্ট প্রদান করেন। এই পর্বে পুরষ্কার বিতরণ শেষ হয়।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অংশে ইকো কলেজ ও পাঠশালার শিক্ষক ও ইএসডিও কর্মীরা সঙ্গীত পরিবেশন করেন।
এসময় অনুষ্ঠানে এসে যোগ দেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম এবং অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম। অভ্যাগত সুধিমন্ডলীর মধ্যে আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও প্রেসকাবের সভাপতি মো. মনসুর আলী, দৈনিক লোকায়ন সম্পাদক সাকের উল্লাহ, জাতীয় পার্টির জেলা সভাপতি স্বপন চৌধুরী, আবু মহী উদ্দীন, সাংবাদিক মজিবর রহমান খান, নবীন হাসান, শারমিন হাসান, সোহেল, আউয়াল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইএসডিও কর্মকর্তা শাহীন।
তৃতীয় পর্বে আলোকিত মানুষ, বরেণ্য কবি,গীতিকার ও খ্যাতনামা সংগীত শিল্পী রাম চন্দ্র দাসকে ইএসডিও সম্মাননা প্রদান করা হয়।
চতুর্থ পর্বে উত্তরবঙ্গের ছয় জেলা থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে ভাওয়াইয়া গানের উৎসব অনুষ্ঠিত হয়। এসময় সংস্থার শতশত কর্মী,কয়েক শত শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিকসহ অগণিত দর্শক-শ্রোতা উপস্থিত ছিলেন।