সোমবার ● ২৩ ডিসেম্বর ২০১৯
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে যুব উৎসব অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে যুব উৎসব অনুষ্ঠিত
দেশায়ন ডেস্ক : আজ সোমবার ২৩ ডিসেম্বর’১৯ ঠাকুরগাঁওয়ের কলেজপাড়ায় দিনব্যাপী নানান আয়োজন-আলোচনা ও মতবিনিময় এবং উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে যুব উৎসব ২০১৯ ।
“চিরযুবা তুই যে চিরজীবি, জীর্ণ জরা ঝরিয়ে দিয়ে, প্রাণ অফুরান ছড়িয়ে দেদার দিবি” এই শ্লোগানকে ধারণ করে বেসরকারি সংস্থা ইএসডিও অয়োজিত এই যুব উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মো.গোলাম কিবরিয়া মন্ডল। এ সময় স্বাগত বক্তব্য দেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন ইকো কলেজ ঠাকুরগাঁওয়ের অধ্যক্ষ সেলিমা আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক জেলা শিক্ষা অফিসার শিক্ষাবিদ মুহম্মদ জালাল উদ-দীন এবং প্লান ইন্টারন্যাশেনালের কান্ট্রি ডিরেক্টর ওরলা মার্টি। পরে অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।
উৎসবের কার্যক্রম শুরু হয় জাতীয় সংগীত ও উৎসব সংগীত পরিবেশনা এবং রং-বেরঙের বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে। এসময় আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও প্রেসকাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, বিশ্বনাথ দে ধারা, আশোক কুমার প্রমুখ।
‘প্রকৃতির জন্য আমরা। সুস্থ জীবনের জন্য আমরা’ এই প্রতিপাদ্যকে দিয়ে উৎসবের প্রথম অধিবেশনে উপস্থিত শতশত তরুণ-তরুণীদের সঙ্গে মত বিনিময় এবং বক্তব্য রাখেন হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. জুয়েল আহমেদ সরকার ও একই বিভাগের প্রভাষক মো. মাহবুব চৌধুরী। পরের অধিবেশন দুপুরে আলোচক ছিলেন ওয়ের্স্টান মেরিন গ্রæপের চেয়ারম্যান, এইওএসআইবির সাধারণ সম্পাদক ও পি.এস.সি-এস ই. আই.পি. এর চেয়ারম্যান ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসেন। তিনি তাঁর দায়বদ্ধ চেতনা ও সাফল্যের গল্প শোনান।
বিকেলে ছিল ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মাধ্যমিক উচ্চমাধ্যমিক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু বকর সিদ্দিক ও গেস্ট অব অনার ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী খন্দকার রেজওয়ানুল করিম। দিন ব্যাপী এসব আয়োজন, অনুষ্ঠান ও মতবিনিময়ে উদযাপিত যুব উৎসব ২০১৯ এ উপস্থিত ছিলেন সাংবাদিকসহ সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।