মঙ্গলবার ● ১৭ ডিসেম্বর ২০১৯
প্রচ্ছদ » ইতিহাস-ঐতিহ্য » বিজয় উপলক্ষে সাত দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব : কিশোরী সাইক্লিং ও মিনি ম্যারাথন
বিজয় উপলক্ষে সাত দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব : কিশোরী সাইক্লিং ও মিনি ম্যারাথন
দেশায়ন ডেস্ক : আজ মঙ্গলবার ১৭ ডিসেম্বর’১৯ ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস উপলক্ষে সাত দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও।
যৌতুক, বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং এবং জঙ্গিবাদ নিরসন সম্পর্কে জনগণকে সচেতন করা উৎসবের মূল প্রতিপাদ্য। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।
সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পিকেএসএফ’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের। গেস্ট অব অনার ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ জেলা সভাপতি মু. সাদেক কুরাইশী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নুর কুতুবুল আলম, জেলা আ’লীগ সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, প্রেসকাবের সভাপতি মো. মনসুর আলী। উৎসবের আহবায়ক অধ্যক্ষ সেলিমা আখতার। স্বাগত বক্তব্য দেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।
প্রথম দিন উৎসবের কার্যক্রম শুরু হয় চারশত কিশোরীর অংশগ্রহণে ১২৬ কিলোমিটার সাইকিং এবং পাঁচশত তরুণের অংশগ্রহণে মিনি ম্যারাথনের মাধ্যমে। অন্যান্য ইভেন্টের মধ্যে রয়েছে সংগীত, আবৃত্তি,উপস্থিত বক্তৃতা,বিতর্ক,দেওয়াল পত্রিকা, পিঠা,নবান্ন এবং কিশোরীদের হ্যান্ডবল প্রতিযোগিতা।
সপ্তাহব্যাপী এই ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের সমাপ্তি হবে আগামী ২৪ ডিসেম্বর।