সোমবার ● ১৬ ডিসেম্বর ২০১৯
প্রচ্ছদ » ইতিহাস-ঐতিহ্য » ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত
ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবস পালনে সোমবার শহরের টাঙ্গন নদীর তীরে অবস্থিত “অপরাজেয় ৭১” ভাষ্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে জেলা প্রশাসন, প্রেসকাবসহ রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সাংস্কৃতিক-ক্রীড়া সংগঠন।
সূর্যোদয়ের সাথে সাথে বিউগল ও ২১ বার তপ্পোধ্বনী দিয়ে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা পরিষদ ডাক বাংলোয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের প থেকেও শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
পরে সরকারি উচ্চ বিদ্যালয় বড় মাঠে বিজয় দিবসের মাঠ পাস, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনে অংশ নেয় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বেশ কয়েকটি সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন। অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক ক‚রাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান (পিপিএম) সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, প্রেস কাবের সভাপতি মনসুর আলীসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে বেলা ১১ টায় আবুল হোসেন সরকার ডিগ্রি কলেজে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা, র্যালি এবং ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।