বুধবার ● ১৩ নভেম্বর ২০১৯
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » সড়ক পরিবহন আইন সর্ম্পকে ঠাকুরগাঁও পুলিশের সচেতনামূলক প্রচারণা
সড়ক পরিবহন আইন সর্ম্পকে ঠাকুরগাঁও পুলিশের সচেতনামূলক প্রচারণা
দেশায়ন ডেস্ক : ‘ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদে বাড়ি ফিরুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও শহরে জেলা পুলিশের আয়োজনে সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা এড়াতে সড়ক পরিবহন আইন ২০১৮ সর্ম্পকে সচেতনামূলক প্রচারণা যৌথ ভাবে করেন জেলা পুলিশ ও জেলা নিরাপদ সড়ক চাই কমিটি (নিসচা)।
বুধবার সকাল ১০ টায় ঠাকুরগাঁও চৌরাস্তায় পুলিশ সুপার মো. মনিরুজ্জামান পিপিএম এর নেতৃত্বে দ্ইুঘন্টাব্যাপী সচেতনামূলক লিফলেট বিতরণ, আলোচনা ও র্যালি অনুষ্ঠিত হয়।
প্রচারকালে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ছাড়াও সহকারী পুলিশ সুপার স্যামুয়েল স্যাংমা, ট্রাফিক ইন্সপেক্টর মো. আবু রায়হান সিদ্দিক, মো. ফারুক হোসেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা সভাপতি আবু মহিউদ্দীন, সাধারণ সম্পাদক ননী গোপাল বর্মন প্রমূখ।
পুলিশ সুপার জানান, নতুন আইনে জরিমানা ও শাস্তির পরিমাণ অনেক বেশি তাই অনাকাক্সিক্ষত শাস্তি ও জরিমানা এড়াতে মোটরযান ব্যবহারের সময় প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখা এবং ফিটনেস , রেজিস্ট্রেশন, রুট পারমিট ও টেক্সটোকেন বিহীন মোটরযান ব্যবহার করা থেকে বিরত থাকার আহবান জানান।