বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০১৯
প্রচ্ছদ » ইতিহাস-ঐতিহ্য » রৌপ্য ব্যাঘ্র অ্যাওয়ার্ড পেলেন মু.জালাল উদ দীন
রৌপ্য ব্যাঘ্র অ্যাওয়ার্ড পেলেন মু.জালাল উদ দীন
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ের প্রবীণ শিক্ষাবিদ ও স্কাউটার মুহম্মদ জালাল উদ দীন, এলটি, স্কাউট আন্দোলনের ব্যাপক সম্প্রসারণ ও সার্বিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে স্কাউটের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘রৌপ্য ব্যাঘ্র’ লাভ করেন।
গত ৩০ অক্টোবর ২০১৯ তারিখ সন্ধ্যায় জাতীয় সদর দফতরের আয়োজনে বাংলাদেশ ঢাকা শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই পদক বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় মহামান্য রাষ্ট্রপতি ও চীফ স্কাউট মো. আব্দুল হামিদ এর পক্ষ থেকে পদক প্রদান করেন বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী,এমপি। মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন ওই কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থেকে ভাষণ দেন প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মূখ্য সচিব ও বাংলাদেশ স্কাউটের সভাপতি মো. আবুল কালাম আজাদ এবং স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার এবং দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান।