সোমবার ● ২৮ অক্টোবর ২০১৯
প্রচ্ছদ » ইতিহাস-ঐতিহ্য » ঠাকুরগাঁওয়ে বীরমুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান
ঠাকুরগাঁওয়ে বীরমুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁও জেলার হরিপুরে বীরমুক্তিযোদ্ধা মইনুউদ্দীনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন সরকারি-বেসরকারি উচ্চ পদস্থ এবং রাজনৈতিক নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি আলহাজ্ব দবিরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন কুমার পাল, সাবেক ডেপুটি কমান্ড সোলেমান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাউয়ুম পুষ্প, সাংবাদিক , শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ ।
২৭অক্টোবর রোববার সকাল ১১ টায় উপজেলার বকুয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
ডনয়ম মাফিক নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নিবার্হী অফিসার আব্দুল করিম, হরিপুর থানার ওসি আমিরুলজ্জামান, ওসি (তদন্ত) আব্দুর সবূর এর নেতৃত্বে হরিপুর থানা পুলিশ বাহিনীর সদস্যরা।
উলেখ্য, বীরমুক্তিযোদ্ধা মইনুউদ্দীন (৭৫) গত শনিবার বিকাল ৫টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।