বুধবার ● ২৩ অক্টোবর ২০১৯
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
ঠাকুরগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
দেশায়ন ডেস্ক :‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন-বিআরটিএ, ঠাকুরগাঁও, নিচসা এবং সড়ক-জনপদ অধিদপ্তরের আয়োজনে ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক দিবসের র্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসন চত্বর হতে জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে জেলা পরিষদ মিলনায়তনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলাব্রত কর্মকারের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমান, বিআরটিএর উপ পরিচালক মো.ফারুক আলম, সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মনসুরুল আজিজ, প্রেস কাবের সভাপতি মনসুর আলী, নিরাপদ সড়ক চাই ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক ননী গোপাল বর্মন, ট্রাফিক পরিদর্শক আবু রায়হান সিদ্দিক প্রমূখ।