রবিবার ● ২০ অক্টোবর ২০১৯
প্রচ্ছদ » আন্তর্জাতিক » সম্মননায় ভূষিত ইএসডিও : সংবর্ধিত ড. জামান
সম্মননায় ভূষিত ইএসডিও : সংবর্ধিত ড. জামান
দেশায়ন ডেস্ক : গত শনিবার ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগরে অবস্থিত ইএসডিও’র প্রধান কার্যালয়ে ইএসডিও মহাত্মা সম্মাননা প্রাপ্তি উপলক্ষে এক নাগরিক সংবধনা অনুষ্ঠিত হয়।
গত পহেলা অক্টোবর ভারতের দিল্লীতে মহাত্মা অ্যাওয়ার্ড ফর স্যোশাল গুড-২০১৯’ এ ভূষিত করা হয় ইএসডিওকে। অতিদরিদ্র মানুষের সামগ্রিক উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখবার জন্য গান্ধী জি’র ১৫০তম জন্ম বার্ষিকীতে ড. মুহম্মদ শহীদ উজ জামানকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সুশীল সমাজের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত সচিব ও দুদুক মহাপরিচালক মো. সারোয়ার মাহমুদ। এর পর একে একে বীরগঞ্জের এমপি মনোরঞ্জনশীল গোপাল, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি মো. জাহেদুল ইসলাম, পল্লী সহায়ক ফাউন্ডেশনের উপদেষ্টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শফি উদ্দীন, পল্লী সহায়ক ফাউন্ডেশনের ডেস্ক অফিসার আবুল কালাম আজাদ, ওয়াটার এইডের রংপুর সমন্বয় রেজাউল মিলন, প্লান ইন্টারন্যশেনালের আশিস কুমার বক্শী, হেকস-ইপারের কান্ট্রি ডিরেক্টার অনিক আসাদ, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, জেলা ও দায়রা জর্জ মো. হাসানুজ্জামান।
স্বাগত বক্তব্য দেন ড. মুহম্মদ শহীদ উজ জামান। এসময় তাঁর পাশে উপস্থিত ছিলেন ইএসডিও পরিচালক(প্রশাসন) অধ্যক্ষ সেলিমা আখতার। এছাড়া আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসনের অন্যন্য নির্বাহী কর্মকর্তারা।
দুদুক মহাপরিচালক মো. সারোয়ার মাহমুদ বলেন, ইএসডিও অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে আজ এই অবস্থানে এসছে। আজকে দেশব্যাপী তাদের পদচারণা। দারিদ্র দূর এবং প্রান্তিক মানুষকে তাদের অবস্থা পরিবর্তনের জন্য ড. জামান কাজ করছে। এই এওয়ার্ড প্রাপ্তির জন্য আমরা সকলে আনন্দিত।
জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম বলেন, আমি এই সংবর্ধনা দেখে মনে করি ঠাকুরগাঁওয়ে আরো গুণি জনের জন্ম হবে। কারণ ঠাকুরগাঁওয়ের মানুষরা গুণিজনকে কদর করে। কোন কৃপনতা করে না। আমরা কথা বলার সময় ড. জামানের কথা উচ্চারণ করি। একজন অনুসরণীয় মানুষ তিনি।
এর আগে মুক্তি মন্দির সোপান তলে মঞ্চে ফুল এবং ক্রেস্ট দিয়ে ড. মুহম্মদ শহীদ উজ জামান ও অধ্যক্ষ সেলিমা আখতার কে সম্মান জানানো হয়। সম্মান জানান, ঠাকুরগাঁও জেলা প্রশাসক, ঠাকুরগাঁও মুক্তিযোদ্ধা সংসদ, জেলা জাসদ, বিজিবি সেক্টর প্রধান, শিক্ষা অফিসার, জেলা মহিলা আওয়ামীলীগ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, মহিলা সংস্থা, রোড যুব সংসদ,ফাস্ট সিকিউরিটি ব্যাংক,ন্যাশেনাল ব্যাংক,ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী ও নের্তৃবৃন্দ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অরুনাংশু টিটো ও সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম , যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল ও সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, ঠাকুরগাঁও-৩ আসনের সবেক এমপি মো. ইয়াসিন আলী, দৈনিক লোকায়নের সম্পাদক সাকের উল্লাহ, জেলা মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন, উপজেলা চেয়ারম্যান পীরগঞ্জ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, নিশ্চিন্তপুর থিয়েটার, জেলা ওয়ার্কার্স পার্টি, হরিজন ঐক্য পরিষদ, চাল কল মালিক সমিতি, জনতা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, জেলা কৃষি সম্প্রসারণ দফতর, জেলা ক্রীড়া সংস্থা, ফুটবল এসোশিয়েশান, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও পৌরসভা,জেলা জাতীয় পার্টি, জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, ভুমি অফিস, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা ও নাট্যজন রূপকুমার গুহ, আওয়ামী নেতা নজরুল ইসলাম স্বপন, মোদাচ্ছের হোসেন, মাওলানা খলিলুর রহমান, সাবেক জেলা শিক্ষা অফিসার মুহম্মদ জালাল উদ দীন, বিশ্বনাথ দে ধারা, শিব প্রসাদ নিয়োগী, নিক্কন সংগীত বিদ্যালয়, যাত্রিক, আইডিয়াল স্কুল, ঢোলার হাট স্কুল, প্রীতি গাঙ্গুলি প্রমুখ।