শনিবার ● ১৯ অক্টোবর ২০১৯
প্রচ্ছদ » ঠাকুরগাঁও » ঠাকুরগাঁওয়ে আবুল হোসেন সরকারের স্মরণ সভা
ঠাকুরগাঁওয়ে আবুল হোসেন সরকারের স্মরণ সভা
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ের বিশিষ্ট কবি এবং শিক্ষাবিদ অধ্যক্ষ আবুল হোসেন সরকারের পঞ্চম এবং তার সহধর্মীনি লতিফা বেগম স্মরণে মৃত্যু বার্ষিকী পালন করা হয়। শনিবার সকালে আবুল হোসেন সরকার ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই স্মরণ সভায় অধ্যক্ষ কেদার নাথ বর্মনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রধান অতিথি অধ্যক্ষ মো. সাইফুর রহমান, গভর্নির বডি দাতা সদস্য মো. বাবলুর রহমান,অভিভাবক সদস্য জয়নুল হক।
আরো বক্তব্য দেন জাফর উল্লাহ মাষ্টার, সাদেকুল ইসলাম, সহকারী অধ্যাপক অভিজিৎ গুহ, মালেকা পারভীন,দেলয়ার হোসেন, খোদা বকশ, গোলাম সারোয়ার সম্রাট।
বক্তারা আবুল হোসেন সরকারের জীবন এবং কর্ম তুলে ধরে আলোচনা করেন। তিনি সারাজীবন সাহিত্য-সংস্কৃতি চর্চাও পাশাপাশি শিক্ষা বিস্তারকে সাধনা হিসেবে গ্রহণ করেন। সম্পত্তির একটি বড় অংশ বিসর্জন দিয়েছেন এই কাজে। ইচ্ছে করলেই দশজনের মত বহুতল ভবন নির্মাণ করে গাড়ি-বাড়ি করে আরাম-আয়েশে জীবন অতিবাহিত করতে পারতেন। কিন্তু তিনি তা করেন নি। বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে রুহিয়া ডিগ্রি কলেজে অধ্যাপনা শুরু করেন। কিন্তু বাসে নয়, সাইকেল নিয়ে কলেজ করতেন। পরে রোড ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দেন। জীবনের বেশীর ভাগ অর্থ ব্যয় করেছেন নিজের স্বপ্নের মহাবিদ্যালয় প্রতিষ্ঠায়। তিনি বাংলাদেশ বেতারের তালিকাভ‚ক্ত গীতিকার ছিলেন।