সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০১৯
প্রচ্ছদ » ঠাকুরগাঁও » বেপরোয়া নাইট কোচ খাদে; নিহত-১,আহত-১৭
বেপরোয়া নাইট কোচ খাদে; নিহত-১,আহত-১৭
দেশায়ন ডেস্ক : ঠাকুরগাঁওয়ে আবারো বেপরোয়া গতিতে নাইট কোচ খাদে পড়ে মৃত্যুর তালিকায় আরো একজনের নাম যুক্ত হলো। ভোগাক্তির শিকার হলো আহত কতগুলো মানুষ। ২ সেপ্টেম্বরে প্রকাশিত একটি জরিপে গত ঈদুল আজহায় সারা দেশে ২৩৭ টি সড়ক দুর্ঘটনায় ২৫৯ জনের মৃত্যু হয় আহত হয় ৯৬০ জন।
এছাড়া ঠাকুরগাঁওয়ে গত এক মাসে ৫ থেকে ৭ টি সড়ক দুর্ঘটনায় প্রাণহানী হয় প্রায় ২০ জনের মত। গতকাল রোববার সেই তালিকায় আরো জনের নাম যোগ হলো। বেপরোয়া গতি, ওভারটেকিং, ট্রাফিক আইন অমান্য, ত্রæটিযুক্ত যান, চালকের অমনোসংযোগ ইত্যাদি কারণে বেড়েই চলছে মৃত্যুর অনভিপ্রেত এ সংখ্যা, মৃত্যুর এই মিছিল।
ঠাকুরগাঁও শহরে বিজিবি ক্যাম্পের কাছে নিয়ন্ত্রণহীন ভাবে নাইট কোচ রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়লে একজন নারী যাত্রী নিহত হয়েছে। এতে আরও ১৭জন যাত্রী আহত হয়েছেন। চালক বেপরোয়া গতিতে গাড়ি চালালে এই দুর্ঘটনা ঘটে বলে যাত্রীরা অভিযোগ করেন।
সোমবার ভোর ৪টার দিকে শহরের ঠাকুরগাঁও ৫০ বিজিবি সেক্টর ক্যাম্পের প‚র্ব পাশে হাজির মোড়ে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীদের অভিযোগ, চালক শুরু থেকেই বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিল। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যায়।
নিহত শেফালি বেগম (৩৫) পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাগান মাঝিপাড়া গ্রামের মফিজুর রহমানের স্ত্রী। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের মধ্যে দুই জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মফিদার রহমান বলেন, গত রোববার রাত ৮টার দিকে ঢাকার উত্তরা থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ার উদ্দেশ্যে হানিফ এন্টারপ্রাইজের বাসটি রওনা হয়। পথে বাসটি সড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খায়। বাসের ধাক্কায় বিদ্যুতের খুঁটিটি ভেঙে পড়ে যায়। পরে বাসটি সড়কের রেলিং ভেঙে পাশের খাদে পড়ে একটি গাছের সঙ্গে আটকে যায়। এ সময় এক নারী ঘটনাস্থলেই নিহত হন।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় হাইওয়ে পুলিশ ও তাদের কর্মীরা ঘটনাস্থল থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার এবং ১৭ জন আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ভবতোষ রায় বলেন, আহতদের হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক নাজমুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছে।