বুধবার ● ২৮ আগস্ট ২০১৯
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁও পৌরসভা আধুনিকরণে চুক্তি সই
ঠাকুরগাঁও পৌরসভা আধুনিকরণে চুক্তি সই
দেশায়ন ডেস্ক : পৌরসভার আধুনিকরণে পৌরশহরে স্টিটলাইট, নতুন সড়ক, পুরনো সড়কের সংস্কার, পরিকল্পিত ড্রেন নির্মাণ, পানি সরবরাহ, আধুনিক শপিংমল, আবাসন প্রকল্প ও বিনোদন পার্ক নির্মাণে কোরিয়ানের প্রতিষ্ঠান ইন্সপায়ার কেএসবি এনার্জী গ্রæপের সাথে ঠাকুরগাঁও পৌরসভার সমঝোতা চুক্তি স্বার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া হাওলাদার কমিউনিটি সেন্টারে কোরিয়ান ইন্সপায়ার কেএসবি এনার্জী গ্রæপের ডাইরেক্টর হুউন জু আন ও ঠাকুরগাঁও পৌর মেয়র মির্জা ফয়সল আমিন সমঝোতা চুক্তিতে স্বার করেন ।
এ সময় পৌর মেয়র জানান, পৌরসভায় স্ট্রিট লাইট আধুনিকায়ন,আধুনিক মার্কেট নির্মাণ ও চিত্র বিনোদন পার্ক নির্মাণ সহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন ও এই পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তরে সাহায্য করবেন কোরিয়া ওই প্রতিষ্ঠানটি। এতে পৌরসভাকে আলোকিত করতে শতকরা ৫৫ ভাগ বিদ্যুত সাশ্রয়ী হবে। এসব প্রকল্প বাস্তবায়নে শতকরা দশমিক ৫টাকা সুদে ঋণ দেবে দুবাই।
সমঝোতা চুক্তি স্বার অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, চেম্বার অব কমার্সের সভাপতি হাসিবুল ইসলাম বাবলু, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডা. মেরাজুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, কাউন্সিলররা উপস্থিত ছিলেন।