শিরোনাম:
ঠাকুরগাঁও, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

Deshayan
বুধবার ● ১ আগস্ট ২০১৮
প্রচ্ছদ » রংপুর » একখণ্ড স্বদেশ : ছিটমহল-জি. এস. সম্রাট
প্রচ্ছদ » রংপুর » একখণ্ড স্বদেশ : ছিটমহল-জি. এস. সম্রাট
৬১৩ বার পঠিত
বুধবার ● ১ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একখণ্ড স্বদেশ : ছিটমহল-জি. এস. সম্রাট

---…..জুলাই মাস চলছে। বর্ষা মওসুম অথচ এখানে বৃষ্টি খুব বেশী না। যেন অনাদি কাল এভাবেই কাটবে। তবে একেবারে বিষন্ন বৃষ্টি না হলেও আকাশের খরতাপ কিছুটা কমেছে। দিনে আধ ঘন্টা এক ঘন্টা ঝির ঝির বৃষ্টিই ভরসা। আমাদের পাশের জেলার এলাকা সাকোয়া। সেখানকার মানুষরা অনেকেই এ শহরের স্থায়ী বাসিন্দা। আমরা লক্ষীর হাট দিয়ে করতোয়া নদী পার হবো।

করতোয়া নদী মনে হতেই সুজলা, সুফলা, শস্য-শ্যামলা নদীমাতৃক বাংলাদেশের চিরায়ত রূপ আর মাধুর্যর কথা মনে পড়ল।…নস্টালজিয়ায় আক্রান্ত হই। আমাদের শৈশবের টাঙ্গন নদী। হ্যা…রিভারভিউ বিদ্যালয়ের পাশে বয়ে যাওয়া টাঙ্গন আর গিটার হাতে রাজা ভাইয়ের রেখা গান ট্রেনগাড়ি- সুর করা,সুরললিত আল্পনা সুরে আঁকা এই শাশ্বত নদীতে লিরিক লিরিক মুগ্ধতা নিয়ে কাজল মেয়ে প্রতি বৃষ্টি মাথায় দোতলায় তাকিয়ে থাকা কী অবাধ্য ট্রেনের হুইসেল, নাকি মোতাহার ভাই, অনুপমদা, চিত্রশিল্পী মীর সাবু- কাদিমুল যাদু ভাইয়ের সঙ্গে দীর্ঘ আড্ডার বাসনা,- আমি জানিনা।

ভালো থাকা প্রাণবন্ত নদীর মত উদার করতোয়া আজ কেমন আছে।… ‘‘ছোট নদী টাঙ্গন আজ শীর্ণতার কায়া- আমরা ক’জন বরষা রাত্রির বিলাপাক্রান্ত হচ্ছি, এরই ফাঁকে কুকুরের অবৈধ-অপ্রেমী কামক্রিয়া…। শ্রাবণের কাকেরা ভিজতে পারেনি এ বছর… মেঘ ভরা তেজদীপ্ত রোদ্দুর পোহাতে পোহাতে আরো কৃষ্ণকায় হয় কাক;….. হায় কাক ! ” কাজল দিঘী ছিটমহল: নতুন বাংলায় যাচ্ছি। মনে হচ্ছে এক খ- হীরকের দেশে যাচ্ছি। ভাবছি ওসব মানুষের জীবনাচার কেমন হবে। থির থির বেদনার মত নাকি শিল্পী জয়নুলের আঁকা কঙ্কালসার, নাকি সুলতানের আঁকা পেশী বহুল অদিম মানব। মানুষগুলো কিভাবে বাঁচে। মারকস-লেলিনের সমাজবাদী চিন্তা তাদের স্বপ্নে রয়েছে কি। সংবেদনশীল এই স্বপ্নের রঙ কেমন ? সবুজ, গাঢ় নীল নাকি ধুসর কুয়াশার মত আবছা-আলো-আঁধারের খেলা। খুব সকালে বাসে করে ওখানে যাচ্ছি। মনে ভরা উত্তেজনা। কোথায়-কেমন ও কিভাবে …..এসব ভাবছি। মনে হলো একবার বোদার ইউএনও ছোট ভাই আউয়াল সাহেবকে ফোন দেই। বাসে যাচ্ছি ভিন্নতর এক শিহরণ নিয়ে। ঠাকুরগাঁওয়ের ভুল্লী বাজার, তারপর বোদা শহর পার হয়ে হাতের ডানে সাকোয়া বাজার হয়ে লক্ষীর হাট যেতে সময় সকাল সাড়ে ন’টা হলো। বাজারের বাম দিকে মেঠোপথ ধরে এগোচ্ছি। মনের ভেতরে তখন শৈশবের অতিকল্পনা-পাহাড়-বন-জোনাকির- প্রাকৃতিক মিথষ্ক্রিয়া চলছে। জীবনানন্দের মত একাকী-কিন্তু গভীর প্রাকৃতিক হচ্ছি ক্রমান্বয়ে। মনে মনে উচ্চারণ করছি ‘‘ চারিদিকে চির দিন রাত্রির নিধান’’…….দেবদারুর ছায়া ইতস্তত……বিচূর্ণ থামের মত”

পাশে সদ্য নবজাতকের মত নির্বাক আমন ক্ষেত কীসের প্রতীক ? চারিদিক অনেক কৃত্রিম বিল দেখা যাচ্ছে, যেখানে মাছ এবং হাঁস চাষ করা হয়। এরকম কাজ রাণীশংকৈল সীমান্তে করেছেন ৩০ বিজিবির কমাডিং অফিসার লে.কর্নেল তুষার বিন ইউনুস। তুষার ভাই সীমান্ত অপরাধীদের পুনর্বাসনে এসব দুঃসাধ্য কাজ করছেন। তিনি দায়বদ্ধ চেতনায় করছেন হয়তো। ….. ঘন্টা খানেক পর করতোয়া নদী ঘাটে পৌঁছালাম। নৌকোয় শীর্ণ নদী পার হলাম সাথে একটা রিকসা ভ্যান ছিল। বৈশাখ মাস না এখন শ্রাবণ। তবু এখানে হাটু জলের মত পানি। সদ্যবিলুপ্ত পুরো ছিটমহল ঘুড়বো,মানুষের সাথে কথা বলবো। ঢুকে গেছি কাজলদিঘীর সীমান্তে আবারো মেঠো পথ আর কুঁড়েঘরের সীমানা ঘেঁষে প্রকৃতির শোভাময় গাছ-পালা ঘেরা সবুজ।
এখানে প্রকৃতি খুব শান্ত। খুব সাধারণ আটপৌরে গ্রামীণ রাঙা বউয়ের মত। বাড়িতে বাড়িতে দৃষ্টি ক্ষয়িষ্ণু বুড়ো-বুড়িরা জাল বুনছেন। অনুমান করা যায় সদস্যরা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। প্রবেশ করলাম কাজলদিঘীতে দেবীগঞ্জ উপজেলার এই সীমান্তবর্তী মৌজার অধিবাসী রজব,রঞ্জিত আর সূর্যবানুর সঙ্গে কথা বলছিলাম। তাঁদের একটা বাক্য অন্তরে গেঁথে গেল,‘‘ভাই এটা তো ছিট না,.. নতুন বাংলা’’ আহা নতুন বাংলা ! বাংলাদেশ; বাঁশির মধুর সুরের মত এই শব্দ। আকাশের চাঁদের মত। ধুসর রোদের মত আবার কোমল আমার নতুন বাংলা যেন রবি ঠাকুরের আদর্শিক জীবন দেবতার মত মানবিক। এখানে এসে দেখলাম অসাম্প্রদায়িক মনসিকতা।ধর্ম নির্বিশেষে সকলে একই জালের সুতোয় বোনা। হিন্দু-মুসলমানের মধ্যে বিনিসুতোর যেন অবিচ্ছেদ্য বন্ধন। মৌজার আদিবাসী রজব আলীর (৬০) ছেলে জহুরুল ঠাকুরগাঁও সরকারি কলেজে থেকে পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিষয়ে পড়ছেন।
তিনিও প্রশ্ন করে বসলেন-ভাই…ছোট বেলা থেকে মনে তীব্র বেদনা ছিল,‘‘আমি কোন দেশের-বাংলাদেশের না ভারর্তে” আজ গর্ব করে বলছি আমরা বাঙালি , বাংলাদেশের নাগরিক।ময়না-সুরবালা-আমেনা ক্যামেরা হাতে দেখে হাজারো প্রশ্ন করেন।…‘ আমরা কি ভোট দিতে পারবো ?’ আমাদের সন্তানরা কি সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে পারবে’-‘ ইউনিয়ন কবে হবে-? ’ কিছু ক্ষণ থেমে বললাম একটু সময় লাগবে। সব কিছু পাবেন। কিশোর-শিশু জমিলা,সবুজা,লিজা,সুরমা,ইতিমল,ইমন,কমল,বর্ণ, রোহান সবাই বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইতে শিখে গেছে। রবীন্দ্রনাথের অমর গান ‘‘আমার সোনার বাংলা’’। তারা সবাই বাংলাদেশের পতাকা উড়িয়ে,আবেগে হেসে উঠে,আবার কখনো অতি আবেগে কাঁদে। এখনতো এই নতুন বাংলায় আবার সূয উঠেছে। রবীন্দ্রনাথের গান গাওয়া হচ্ছে। উদার অসাম্প্রদায়িক মনন নিয়ে বড় হচ্ছে শিশুরা। বর্ণ-ধর্ম নির্বিশেষে অবিচ্ছেদ্য বন্ধনে একেক জন শিশু-কিশোর-কিশোরীরা হিরা-মনি-মুক্তার মত উজ্জ্বল হবে।নিশ্চয়ই হীরকের মত তীক্ষ্ণ জ্যোতি ছড়াবে এরা। তরুণরাই গড়বে আমাদের সকল সদ্যবিলুপ্ত ছিট মহল যাকে বলছি নতুন বাংলা।





রংপুর এর আরও খবর

ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের সংবর্ধনা ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের সংবর্ধনা
ঠাকুরগাঁওয়ে আখের রোগমুক্ত পরিচ্ছন্ন বীজ উৎপাদন ও বিস্তাার বিষয়ে মাঠ দিবস ঠাকুরগাঁওয়ে আখের রোগমুক্ত পরিচ্ছন্ন বীজ উৎপাদন ও বিস্তাার বিষয়ে মাঠ দিবস
ঠাকুরগাঁওয়ে ‘১ম ফাইভ সাইড নারী হকি একাডেমী কাপ’র সমাপন ও পুরস্কার বিতরণ ঠাকুরগাঁওয়ে ‘১ম ফাইভ সাইড নারী হকি একাডেমী কাপ’র সমাপন ও পুরস্কার বিতরণ
ঠাকুরগাঁওয়ে ১ম ফাইভ সাইড নারী হকি একাডেমী কাপ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে ১ম ফাইভ সাইড নারী হকি একাডেমী কাপ উদ্বোধন
ঠাকুরগাঁওয়ে ১ম ফাইভ সাইড নারী হকি একাডেমী কাপ উদ্বোধন আগামীকাল ঠাকুরগাঁওয়ে ১ম ফাইভ সাইড নারী হকি একাডেমী কাপ উদ্বোধন আগামীকাল
ঠাকুরগাঁওয়ে ১ম ফাইভ সাইড নারী হকি একাডেমী কাপ উদ্বোধন বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে ১ম ফাইভ সাইড নারী হকি একাডেমী কাপ উদ্বোধন বৃহস্পতিবার
ঠাকুরগাঁওয়ের দানারহাটে ওয়ান-ডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ের দানারহাটে ওয়ান-ডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন ঠাকুরগাঁওয়ে জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন
ঠাকুরগাঁওয়ের নারগুনে ওয়ান-ডে ফুটবল টুর্নামেন্ট ঠাকুরগাঁওয়ের নারগুনে ওয়ান-ডে ফুটবল টুর্নামেন্ট
ঠাকুরগাঁওয়ের চেরাডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ঠাকুরগাঁওয়ের চেরাডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)