রবিবার ● ১৮ আগস্ট ২০১৯
প্রচ্ছদ » ঠাকুরগাঁও » ঠাকুরগাঁওয়ে পৃথক স্থানে দুইজনের অপমৃত্যু
ঠাকুরগাঁওয়ে পৃথক স্থানে দুইজনের অপমৃত্যু
দেশায়ন ডেস্ক: যে কোন মৃত্যু মানুষকে কাঁদায়। আর অপমৃত্যুতো কখনোই কাম্য নয়। তা স্বজনের দুঃখকে আরো তীব্র করে তুলে। ঠাকুরগাঁওয়ে এমনই দু’টি মৃত্যু অসাবধানতাবশতঃ সংঘটিত হয়েছে। যা ওই দুই এলাকায় শোকের আবহ তৈরী করেছে।পরিবারের লোকজন শোকে মাতম করছে। শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের হরিপুরে পানিতে ডুবে আবু বক্কর সিদ্দিক (১৯) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অন্যদিকে গত শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার গড়েয়া ইউনিউনের কার্তিক তোলা এলাকায় বিদ্যুৎ লাইনের স্টিল পোলে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে লাইনম্যান মোহাম্মদ শাকিবুল হাসান (২৭) মারা যায়।
শনিবার ঠাকুরগাঁওয়ের হরিপুরে পানিতে ডুবে কলেজ ছাত্র আবু বক্কর সিদ্দিক (১৯) মারা যায়। নিহত ছাত্রের বাড়ি হরিপুর উপজেলার ৫নং হরিপুর সদর ইউনিয়নের দেহট্ট গ্রামে। সে ওই এলাকায় আব্দুল লতিবের ছেলে। এবার আবু বক্কর এবার হরিপুর মোসলেম উদ্দীন ডিগ্রী মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাশ করে।
সূত্র জানায়, আবু বক্কর সিদ্দিকসহ তাঁর কয়েকজন বন্ধু অটোরিক্সা ভাড়া করে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নাগর নদীতে গোসল করতে যায়। রহমতপুর-কান্ধাল নামক স্থানে সুইসগেট সংলগ্ন নাগর নদীতে গোসল করার সময় আবু বক্কর তীব্র স্রোতের মধ্যে পানিতে তলিয়ে যায়। আনুমানিক দুপুর দেড়টার দিকে তার মরদেহ নাগর নদী থেকে উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মঙ্গলা বলেন, নাগর নদীতে গোসল করার সময় সে পানির খরস্রোতের কারণে নদীতে তলিয়ে গিয়ে মারা গেছে। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুজ্জামান কলেজ ছাত্রের মৃত্যু নিশ্চিত করে বলেন, দুপুরে নিহতের স্বজনরা লাশ উদ্ধার করে দাফন করবার জন্য নিয়ে গেছেন।
ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জন মারা যায় : গত শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার গড়েয়া ইউনিউনের কার্তিক তোলা এলাকায় বিদ্যুৎ লাইনের স্টিল পোলে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে লাইনম্যান মোহাম্মদ শাকিবুল হাসান (২৭) মারা যায়। ঠাকুরগাও সদর উপজেলার ১৩ নম্বর গড়েয়া ইউনিয়ন পলীবিদ্যুত অফিসের লাইনম্যান মোহাম্মদ শাকিবুল হাসান (২৭) । শাকিবুল হবিগঞ্জ জেলার নয়ানি গ্রামের কুতুব আলী’র ছেলে। চাকরির সুবাদে শাকিব গড়েয়াতে দীর্ঘদিন ধরে বসবাস করছে। শুক্রবার সন্ধ্যায় গড়েয়া ইউনিউনের কার্তিক তোলা এলাকায় বিদ্যুৎ লাইনের স্টিল পোলের কাজ করতে গিয়ে বিদ্যুৎপিষ্ট হয়ে ঘটনাস্থলে সে মারা যায়। এই মৃত্যুও সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান (পিপিএম)।