বৃহস্পতিবার ● ৪ জুলাই ২০১৯
প্রচ্ছদ » উন্নয়ন-সম্ভাবনা » ঠাকুরগাঁওয়ের মুহ.জালাল উদ দীন’কে বাংলাদেশ স্কাউটস্ এর সংর্বধনা
ঠাকুরগাঁওয়ের মুহ.জালাল উদ দীন’কে বাংলাদেশ স্কাউটস্ এর সংর্বধনা
দেশায়ন ডেস্ক : বাংলাদেশ স্কাউটস্ এ ২০১৮-১৯ সালে প্রশংসনীয় অবদান রাখবার জন্য ঠাকুরগাঁওয়ের স্কাউটার মুহম্মদ জালাল উদদীন এলটি’কে বাংলাদেশ স্কাউটের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রশিক্ষণ বিষয়ে সম্মাননা এবং ক্রেস্ট প্রদান করা হয়। এক আড়ম্বরপূর্ণ উৎসবে বাংলাদেশ স্কাউটের সাবেক সভাপতি আব্দুল করিম(প্রাক্তন মুখ্য সচিব) এই সংর্বধনা প্রদান করেন।
শুক্রবার গাজীপুরে মৌচাকে অবস্থিত স্কাউটের জাতীয় প্রশিক্ষণ কেন্দ্রে আনুষ্ঠানিক ভাবে স্কাউটের প্রশিক্ষণ কার্যক্রম উন্নয়ন এবং সম্প্রসারণে অবদান রাখার জন্য এই পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় কমিশনার (প্রশিক্ষণ) মো. মহসীন এলটি এবং অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা। এর আগে মুহম্মদ জালাল উদ-দীন এলটি, জাতীয় পুরস্কার দ্বিতীয় সর্বোচ্চ পদক ‘রৌপ্য ইলিশ’ লাভ করেন। বর্তমানে তিনি দিনাজপুর স্কাউটের আঞ্চলিক নির্বাহী কমিটির এলটি সদস্য হিসেবে কাজ করছেন। এর আগে তিনি দিনাজপুর অঞ্চলের কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেছেন। কয়েক বছর আগে তিনি ঠাকুরগাঁও স্কাউটস এর জেলা কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।